এক্সপ্লোর
Maa Chandraghanta: বাধাবিঘ্ন-পাপ বিনষ্ট হয় দেবীর আশীর্বাদে! চন্দ্রঘণ্টা পুজো আজ
দেবী চন্দ্রঘণ্টা দেবী পার্বতীর তৃতীয় রূপ। নবদুর্গার তৃতীয় রূপ চন্দ্রঘণ্টা
নবরাত্রি উৎসবের তৃতীয় দিনে তাঁর পূজা করা হয়
1/7

দেবী চন্দ্রঘণ্টা দেবী পার্বতীর তৃতীয় রূপ। নবদুর্গার তৃতীয় রূপ চন্দ্রঘণ্টা। নবরাত্রি উৎসবের তৃতীয় দিনে তাঁর পূজা করা হয়। তিনি হিমালয় কন্যা শিবের স্ত্রী। দেবীর মস্তকে ঘণ্টার আকারবিশিষ্ট একটি অর্ধ্বচন্দ্র শোভা পায়, তাই দেবীর নাম চন্দ্রঘণ্টা। অবশ্য তিনি 'চণ্ডঘণ্টা' বা 'চিত্রঘণ্টা' নামেও পরিচিতা।
2/7

দেবী চন্দ্রঘন্টা সিংহবাহিনী (কাশীর মন্দিরে অঅবশ্য তিনি ব্যাসবাহিনী), দশভুজা, দশপ্রহরণধারিনী। তাঁর গায়ের রং সোনার মতো উজ্জ্বল; পরনে লাল শাড়ি, গায়ে নানাবিধ অলংকার।
Published at : 17 Oct 2023 03:36 PM (IST)
আরও দেখুন






















