এক্সপ্লোর
Geeta Jayanti 2023: ঘরে গীতা থাকলে ভুল করেও এই কাজটি নয়, গুরুতর সমস্যা ঘনাতে পারে জীবনে
Gita Path: পুরাণ অনুসারে, যে বাড়িতে নিয়মিত গীতা পাঠ করা হয় সেখানে সমৃদ্ধি থাকে
বলা হয়, গীতা পাঠ করেন তাদের প্রতিটি কাজ সফল হয়
1/8

২২ ডিসেম্বর তারিখে মার্গশীর্ষ মাসের শুক্লপক্ষের মোক্ষদা একাদশীতে গীতা জয়ন্তী পালিত হবে। গীতায় লেখা বিষয়গুলি হল শ্রীকৃষ্ণ এবং অর্জুনের মধ্যে সংলাপ। এটিই একমাত্র গ্রন্থ যা স্বয়ং শ্রীকৃষ্ণের মুখ থেকে উদ্ভূত হয়েছে। এই কারণেই প্রতি বছর গীতা জয়ন্তী পালিত হয়।
2/8

এই দিনে যারা গীতা পাঠ করেন তাদের প্রতিটি কাজ সফল হয়, সুখের পাশাপাশি সমৃদ্ধি আসে।শাস্ত্র অনুসারে, যাদের বাড়িতে শ্রীমদ ভাগবত গীতা গ্রন্থ রাখা আছে তাদের কিছু নিয়ম মেনে চলা উচিত, তা না হলে জীবন ঝামেলায় ঘেরা হয়ে যায়।
Published at : 21 Dec 2023 06:40 AM (IST)
আরও দেখুন






















