এক্সপ্লোর
Guru Purnima 2024: গুরু পূর্ণিমা পালনে কী বদলাবে ভাগ্য? মানতে হবে কী কী
Guru Purnima: আগামী ২০ জুলাই গুরু পূর্ণিমা তিথি শুরু হচ্ছে আর শেষ হচ্ছে ২১ তারিখ। সনাতন ধর্মে মনে করা হয় এই দিন কিছু জিনিস পালন করলে আপনার ভাগ্যের চাকা ঘুরতে পারে। আসতে পারে সৌভাগ্যের দিন।
ছবি সৌজন্য - এবিপি নিউজ
1/10

পবিত্র এই তিথিতে মহাভারতের রচয়িতা মহর্ষি ব্যাসদেব জন্মেছিলেন বলে বিশ্বাস করা হয়। তাই এই দিনটি ব্যাস পূর্ণিমা নামেও পরিচিত। প্রাচীন কাল থেকেই গুরু পূর্ণিমায় শিক্ষকদের সম্মান জানানোর রীতি রয়েছে ভারতে। (ছবি সৌজন্য - এবিপি নিউজ)
2/10

গ্রহের দোষ কাটানোর জন্য গুরু পূর্ণিমা তিথিকে আদর্শ মানা হয়। এই সময়ের মধ্যে সাদা কাপড়ের ওপর মুগ ও ছোলার ডাল, কালো তিল, কলাই ও আটা রেখে তিলক কাটা নবগ্রহ যন্ত্রের কাছে রাখুন। দূর হবে গ্রহ দোষ।(ছবি সৌজন্য - এবিপি নিউজ)
3/10

গুরু পূর্ণিমার দিন সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠে গঙ্গা অথবা পবিত্র কোনও নদী বা জলশায়ে স্নান করুন। তারপর শুরু করুন দিন।
4/10

পবিত্র এই দিনে উপোস করে মা লক্ষ্মীর আরাধনা করুন। বাড়িতে ঢোকার প্রধান দরজায় মা লক্ষ্মীর পায়ের চিহ্ন আঁকুন। এতে দারুণ ফল পাওয়া যাবে বলে ধর্মীয় বিশ্বাস।(ছবি সৌজন্য- পিটিআই)
5/10

গুরু, কুল দেবতা ও মা লক্ষ্মীর পুজো সম্পন্ন হলে গরিব ও অসহায় মানুষদের অন্ন ও পোশাক দান করুন। পশু এবং পাখিদের খাবার ও জল খেতে দিন। প্রচুর উপকার পাবেন।(ছবি সৌজন্য- পিটিআই)
6/10

বেলগাছের সামনে সুগন্ধযুক্ত ধূপ জ্বালিয়ে ফুল দিয়ে পুজো করলেও আর্থিক অবস্থার পরিবর্তন হয় বলে নিদান দিয়েছেন জ্যোতিষী ও ধর্মগুরুরা।(ছবি সৌজন্য- পিটিআই)
7/10

আর্থিক সমস্যা দূর করার জন্য মা লক্ষীর সামনে ঘিয়ের প্রদীপ জ্বালান। নিবেদন করুন লাড্ডু ও নারকেল নাড়ু। (ছবি সৌজন্য- পিটিআই)
8/10

ব্যবসা ও আর্থিক অবস্থা ভালো জন্য লাল কাপড়ে একটি নারকেল মুড়ে সিঁদুর ও আটা লাগিয়ে চন্দ্রদেবের আরাধনা করলেও ভালো ফল পাওয়া যায়।(ছবি সৌজন্য- পিটিআই)
9/10

কোষ্ঠীতে চন্দ্রের দোষ থাকলে সন্ধেবেলায় ঘিয়ের প্রদীপ ও ধূপ জ্বালিয়ে চন্দ্রদেবকে জল নিবেদন করুন। বাড়ির খোলা জায়গায় সাদা রঙের কোনও ফল বা মিষ্টি রেখে তাঁকে নিবেদন করুন। দোষ থেকে মুক্তি পাবেন। (ছবি সৌজন্য- পিটিআই)
10/10

ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।(ছবি সৌজন্য- পিটিআই)
Published at : 09 Jul 2024 07:35 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement























