এক্সপ্লোর
Hariyali Amavasya 2024: হরিয়ালি অমাবস্যা বা শ্রাবণ অমাবস্যা পালনে মিলবে কী ফল? করতে হবে কী
Hariyali Amavasya Significance: সনাতন ধর্মে প্রতি মাসের পূর্ণিমা ও অমাবস্যা তিথিকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়। আর প্রতিটি অমাবস্যা ও পূর্ণিমা তিথিরই আলাদা আলাদা নাম ও তাৎপর্য রয়েছে।
ছবি সৌজন্য-পিক্সাবে
1/10

শ্রাবণ মাসের অমাবস্যা হরিয়ালি অমাবস্যা বা সুবজের অমাবস্যা হিসেবে খ্যাত। শ্রাবণের এই সময় বর্ষার কারণে চারিদিকে প্রকৃতি সবুজ সাজে সেজে ওঠে তাই তার এই নামকরণ হয়েছে।(ছবি সৌজন্য- পিটিআই)
2/10

এই বছর হরিয়ালি অমাবস্যার তিথি শুরু হচ্ছে মঙ্গলবার ৩ অগাস্ট দুপুর ৩.৫২ মিনিটে আর শেষ হবে বুধবার বিকেল ৪.৪৩ মিনিটে।(ছবি সৌজন্য- পিটিআই)
Published at : 28 Jul 2024 07:14 PM (IST)
আরও দেখুন






















