এক্সপ্লোর
Tarakeswar Temple :বাংলার শিবক্ষেত্রগুলির মধ্যে কেন তারকেশ্বরেই এত ভক্তের ভিড়? আছে কি কোনও গূঢ় রহস্য?
West Bengal Temple : কী এমন রয়েছে এই প্রাচীন শিব মন্দিরে? কেনই বা এখানে দেশ-বিদেশ থেকে বিপুল ভক্তের সমাগম হয়?

কেন তারকেশ্বরেই এত ভক্তের ভিড়?
1/9

শ্রাবণ মাসে তারকেশ্বরে তারাকনাথের মাথায় জল ঢালতে হাজির হন হাজার হাজার মানুষ | পায়ে হেঁটে কাঁধে বাঁক নিয়ে মাইলের পর মাইল হেঁটে উপস্থিত হন মহাদেবের ধামে।
2/9

মনে করা হয়, এই মন্দিরে যদি কোন ভক্ত কোন প্রার্থনা জানান, তাহলে তাঁর মনস্কামনা নিশ্চিত রূপে পূরণ হয় বলে ভক্তদের বিশ্বাস। দূরান্ত থেকে এই মন্দিরে ভক্তের আনাগোনা লেগেই থাকে।
3/9

কী এমন রয়েছে এই প্রাচীন শিব মন্দিরে? কেনই বা এখানে দেশ-বিদেশ থেকে বিপুল ভক্তের সমাগম হয়?
4/9

পায়ে হেঁটে কাঁধে বাঁক নিয়ে মাইলের পর মাইল হেঁটে ভক্তরা জল ঢালতে যান অনেকে। অনেকে তারকেশ্বর যাওয়ার আগে দক্ষিণেশ্বর থেকে ঘটে জল ভরে নেন।
5/9

এছাড়াও তারকেশ্বর মন্দিরের উত্তরে রয়েছে একটি দুধপুকুর। ভক্তদের বিশ্বাস, দুধপুকুরে ডুব দিয়ে স্নান করতে হয়। তারপর পুকুরের জল পাত্রে ভরে শিবের মাথায় ঢাললে সব মনোস্কামনা পূর্ণ হয়।
6/9

ভক্তরা এই তারকেশ্বরের নাটমন্দিরে বসেই ঈশ্বরের কাছে মনের কথা বলেন। মন্দিরের একদিকে, দুধপুকুর। অন্যদিকে লক্ষ্মীনারায়ণ মন্দির । আছে কালী মন্দির।
7/9

শ্রাবণমাসে এখন ভক্তদের ভিড়ে সরগরম তারকেশ্বর মন্দির চত্বর। গুরু পূর্ণিমার দিন থেকে রাখী পূর্ণিমা অবধি মেলা চলবে।
8/9

সারা পৃথিবী থেকে মহাদেবের ভক্তরা ছুটে আসেন শ্রাবণের এই বিশেষ দিনগুলোয় । সোমবার ভক্তরা তাই শুভ দিনগুলোয় ঈশ্বরের কাছে মনের ইচ্ছে জানান। ভক্তদের বিশ্বাস, মনের সব ইচ্ছে পূর্ণ করেন ভগবান।
9/9

সোমবার ভোর থেকেই ভক্তদের লম্বা লাইন মন্দিরে। জল ঢালার পাশাপাশি ফুল, বেলপাতা অর্পন করছেন ভক্তরা। ধূপ ,মোমবাতি জ্বালিয়ে মনোবাসনা জানাচ্ছেন দেবাদিদেবের আরাধনা করছেন ভক্তরা ।
Published at : 22 Jul 2024 04:26 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
জেলার
আইপিএল
মালদা
Advertisement
ট্রেন্ডিং
