এক্সপ্লোর
Tarakeswar Temple :বাংলার শিবক্ষেত্রগুলির মধ্যে কেন তারকেশ্বরেই এত ভক্তের ভিড়? আছে কি কোনও গূঢ় রহস্য?
West Bengal Temple : কী এমন রয়েছে এই প্রাচীন শিব মন্দিরে? কেনই বা এখানে দেশ-বিদেশ থেকে বিপুল ভক্তের সমাগম হয়?
কেন তারকেশ্বরেই এত ভক্তের ভিড়?
1/9

শ্রাবণ মাসে তারকেশ্বরে তারাকনাথের মাথায় জল ঢালতে হাজির হন হাজার হাজার মানুষ | পায়ে হেঁটে কাঁধে বাঁক নিয়ে মাইলের পর মাইল হেঁটে উপস্থিত হন মহাদেবের ধামে।
2/9

মনে করা হয়, এই মন্দিরে যদি কোন ভক্ত কোন প্রার্থনা জানান, তাহলে তাঁর মনস্কামনা নিশ্চিত রূপে পূরণ হয় বলে ভক্তদের বিশ্বাস। দূরান্ত থেকে এই মন্দিরে ভক্তের আনাগোনা লেগেই থাকে।
Published at : 22 Jul 2024 04:26 PM (IST)
আরও দেখুন






















