এক্সপ্লোর
Mahadev: কীভাবে সন্তুষ্ট করবেন দেবাদিদেব মহাদেবকে? জানুন উপায়
Siva: দেবতাদের মধ্যে সবচেয়ে উপরে স্থান দেওয়া হয়েছে মহাদেব বা শিবকে। তাই সবাই দেবতা হলেও দেবাদিদেব বিশেষণে সম্বোধন করা হয় তাঁকে। ধর্মীয় বিশ্বাস, খুব অল্পতেই সন্তুষ্ট হন মহাদেব তাই আরেক নাম আশুতোষ।

মহাদেব
1/9

সনাতন ধর্মাবলম্বী সমস্ত মানুষের কাছে পরম পূজনীয় ভগবান হলেন মহাদেব। কোনও উপকরণ নয় আন্তরিকতার সঙ্গে পুজো করলেই সন্তুষ্ট হন তিনি। প্রসন্ন হন সামান্য ভক্তিতেই।(ছবি সৌজন্য-পিটিআই)
2/9

ধর্মীয় বিশ্বাস, পবিত্র মনে ভক্তি সহকারে তাঁর কাছে কিছু চাইলে দেবাদিদেব মহাদেব কাউকে ফিরিয়ে দেন না। ইচ্ছাপূরণ করে সকলের।(ছবি সৌজন্য-পিটিআই)
3/9

ভোলানাথকে সন্তুষ্ট করতে স্নান সেরে শুদ্ধ কাপড় পরে শিবলিঙ্গের মাথা জল ও মধু দিয়ে ভালো করে ধুয়ে তারপর দুধ ঢালতে হয়। এতে সন্তুষ্ট হন মহাদেব।(ছবি সৌজন্য-পিটিআই)
4/9

মহাদেব কৃপা করলে সংসার জীবনে কোনও সমস্যা যেমন থাকে না তেমনি চাকরিতেও উন্নতি হয়।(ছবি সৌজন্য-পিটিআই)
5/9

খুব অল্পতেই খুশি হন শিব। কয়েকটি ফুল ও বেলপাতা দিয়ে দেবাদিদেবকে পুজো করলেই প্রসন্ন হন তিনি।(ছবি সৌজন্য-পিটিআই)
6/9

মিষ্টির মধ্যে লাড্ডু. দই, পিঠে-পুলি আর বেশি চিনি দিয়ে ফোটানো দুধ শিবের অত্যন্ত প্রিয়। তাই পুজোর সময় এগুলো অর্পণ করুন তাঁকে।(ছবি সৌজন্য-পিটিআই)
7/9

পরিবারের সদস্যদের দীর্ঘজীবনের জন্য অনেকে বেলও নিবেদন করেন শিবকে। আসলে বেল হল দীর্ঘ আয়ুর প্রতীক।(ছবি সৌজন্য-পিটিআই)
8/9

রঙিন ফুল নয় শিবের পছন্দ ধুতুরা ও আকন্দ ফুল। এই দুটি ফুলের সঙ্গে তুলসীর মঞ্জরী দিয়ে শিবকে প্রসন্ন করা হয়। বেলের ফুলও পছন্দের জিনিস মহাদেবের।(ছবি সৌজন্য- এবিপি লাইভ)
9/9

মহাদেবের পুজোর সময় শিবলিঙ্গ বা মূর্তিতে শ্বেত চন্দনের তিলক আঁকুন। এতে যেমন শিবের মাথা ঠাণ্ডা থাকে তেমনি ভক্তের জীবনে বিরাজ করে সুখ-শান্তি। ছবি সৌজন্য- এবিপি লাইভ)
Published at : 01 Jul 2024 08:24 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
ব্যবসা-বাণিজ্যের
জেলার
আইপিএল
Advertisement
ট্রেন্ডিং
