এক্সপ্লোর
Surya Dev: সূর্যের কু-নজর থেকে বাঁচতে মানতে হবে এই নিয়ম, জানেন কী কী?
Surya Dev Bad Effects: সনাতন ধর্মে ৩৩ কোটি বা ৩৩ প্রকারের দেবতাদের কথা উল্লেখ্য করা হলেও আমরা একমাত্র সূর্যকে চোখের সামনে দেখতে পাই। বুঝতে পারি তাঁর ক্ষমতাও। সূর্যদেবের কু-নজর থেকে বাঁচতে কী করবেন?

প্রতীকী ছবি
1/10

পুরাণ মতে, কাশ্যপ ও অদিতির পুত্র হিসেবে মানা হয় সূর্যকে। সমগ্র পৃথিবীর সমস্ত শক্তি ও প্রাণের আধার হিসেবে মান্যও করা হয় তাঁকে।
2/10

ধর্মীয় বিশ্বাস অনুযায়ী সূর্য দেব অসন্তুষ্ট হলে প্রচুর ক্ষতির সম্মুখীন হতে হয় মানুষকে। আর তিনি প্রসন্ন হলে জীবন হয়ে ওঠে সুখময়।
3/10

সনাতন ধর্মে সূর্যের অধিপতি হিসেবে মান্যতা দেওয়া হয়েছে অগ্নিকে আর তাঁর আরাধ্য দেবতা হল দেবাদিদেব মহাদেব।
4/10

সূর্যের কু-নজর থেকে বাঁচার জন্য নানা ধরনের নিদান দিয়েছেন জ্যোতিষীরা। মনে করা হয় সূর্য প্রসন্ন হলে সরকারি কাজে সাফল্য পাওয়া যায় খুব সহজে। আর তিনি অসন্তুষ্ট হলে প্রভাব পড়ে মাথা, চোখ ও হৃদযন্ত্রে।
5/10

সূর্যের কু-নজর থেকে বাঁচতে ব্রাহ্ম মুহূর্তে গঙ্গা বা পবিত্র কোনও জলাশয়ে স্নানের পর সূর্য প্রণাম অত্যন্ত কার্যকরী। এই কাজে তাঁর আশীর্বাদ পাওয়া যায়।
6/10

সূর্যের আরাধ্য দেবাদিদেব মহাদেবের পুজো করলেও প্রসন্ন হন তিনি। জীবন হয়ে ওঠে আনন্দময়।
7/10

বেল গাছের মূল লাল সুতোয় বেঁধে শরীরে ধারণ করলে প্রচুর উপকার হয়। চুনি, সোনা ও তামার আংটি বা বালা আর একমুখী রুদ্রাক্ষ ধারণ করলেও ভালো কাজ হয়।
8/10

সূর্যদেবের প্রিয় ফুল লাল। তাই লাল জবা বা যে কোন ধরনের ফুল দিয়ে তাঁকে পুজো করলে তিনি প্রসন্ন হন। তবে সূর্যদেবকে প্রণাম করার সময় মন্ত্র উচ্চারণে যাতে কোনও ভুল না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। তবে কাঙ্খিত ফল পাওয়া যাবে।
9/10

যাঁরা রোজ নিয়ম মেনে নিষ্ঠা সহকারে সূর্য প্রণাম করেন তাঁদের রোগমুক্তি হওয়ার সঙ্গে সঙ্গে জীবন থেকে দারিদ্রও দূর হয়।
10/10

ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।
Published at : 11 Aug 2024 07:50 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
POWERED BY
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
