এক্সপ্লোর
Ratha Yatra 2024: সেজে উঠছে জগন্নাথদেব-বলরাম-সুভদ্রার রথ, রথযাত্রার আগে কেমন সেই ছবি?
Jagannath dev Ratha Yatra: পুরীর জগন্নাথধামে আসন্ন উৎসব। জোরকদমে চলছে প্রস্তুতি
ছবি: Shree Jagannatha Temple Office, Puri X হ্যান্ডেল
1/10

৭ জুলাই রথযাত্রা। পুরীতে জগন্নাথধামে চলছে রথ তৈরির প্রস্তুতি। কাঠ দিয়ে তৈরি হয় তিনটি রথ। প্রতিবার রথযাত্রার আগে নতুন করে তৈরি হয় রথ।
2/10

জগন্নাথদেবের রথের নাম নন্দীঘোষ। ১৬ চাকার এই রথ সবচেয়ে বড় হয়। ভগবান বলরামের রথের নাম তালধ্বজ, এতে ১৪টি চাকা রয়েছে। দেবী সুভদ্রার রথের নাম দর্পদলন, এতে ১২ চাকা থাকে।
Published at : 28 Jun 2024 10:39 AM (IST)
আরও দেখুন






















