এক্সপ্লোর
Shani Dev: কী করলে সন্তুষ্ট হন শনিদেব, সমস্যার সমাধান হওয়ার পাশাপাশি পকেট ভরে টাকায়
Lord Shani dev: সনাতন ধর্মে সূর্যপুত্র গ্রহরাজ শনিদেবকে ন্যায় বিচারের দেবতা হিসেবে মানা হয়। ধর্মীয় বিশ্বাস, কর্মফল অনুযায়ী মানুষের ভাগ্য নির্ধারণ করেন তিনি।
শনিদেব
1/9

পৌরাণিক কাহিনী অনুযায়ী, কর্মফল অনুযায়ী মানুষকে আশীর্বাদ বা শাস্তি দেন শনিদেব। ধর্মীয় বিশ্বাস, ভুল কাজের জন্য নাকি দেবাদিদেব মহাদেবকেও শাস্তি দিয়েছিলে সূর্যপুত্র শনিদেব।(ছবি সৌজন্য-এবিপি লাইভ)
2/9

ভালো কাজের পাশাপাশি শনিদেবকে তুষ্ট করার জন্য চার ধরনের কাজের বিধান রয়েছে শাস্ত্রে। যেগুলি নিয়ম মেনে করতে পারলে জীবনের সব সমস্যার সমাধান হয়। (ছবি সৌজন্য-এবিপি লাইভ)
Published at : 04 Jul 2024 09:03 PM (IST)
আরও দেখুন





















