এক্সপ্লোর
Shani Dev: কী করলে সন্তুষ্ট হন শনিদেব, সমস্যার সমাধান হওয়ার পাশাপাশি পকেট ভরে টাকায়
Lord Shani dev: সনাতন ধর্মে সূর্যপুত্র গ্রহরাজ শনিদেবকে ন্যায় বিচারের দেবতা হিসেবে মানা হয়। ধর্মীয় বিশ্বাস, কর্মফল অনুযায়ী মানুষের ভাগ্য নির্ধারণ করেন তিনি।
![Lord Shani dev: সনাতন ধর্মে সূর্যপুত্র গ্রহরাজ শনিদেবকে ন্যায় বিচারের দেবতা হিসেবে মানা হয়। ধর্মীয় বিশ্বাস, কর্মফল অনুযায়ী মানুষের ভাগ্য নির্ধারণ করেন তিনি।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/07/04/ce0333046fed0b3004de45b3a7665cf41720106695275990_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
শনিদেব
1/9
![পৌরাণিক কাহিনী অনুযায়ী, কর্মফল অনুযায়ী মানুষকে আশীর্বাদ বা শাস্তি দেন শনিদেব। ধর্মীয় বিশ্বাস, ভুল কাজের জন্য নাকি দেবাদিদেব মহাদেবকেও শাস্তি দিয়েছিলে সূর্যপুত্র শনিদেব।(ছবি সৌজন্য-এবিপি লাইভ)](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/07/04/8d7f760cea5803181130ac58ce99a0fb335a8.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
পৌরাণিক কাহিনী অনুযায়ী, কর্মফল অনুযায়ী মানুষকে আশীর্বাদ বা শাস্তি দেন শনিদেব। ধর্মীয় বিশ্বাস, ভুল কাজের জন্য নাকি দেবাদিদেব মহাদেবকেও শাস্তি দিয়েছিলে সূর্যপুত্র শনিদেব।(ছবি সৌজন্য-এবিপি লাইভ)
2/9
![ভালো কাজের পাশাপাশি শনিদেবকে তুষ্ট করার জন্য চার ধরনের কাজের বিধান রয়েছে শাস্ত্রে। যেগুলি নিয়ম মেনে করতে পারলে জীবনের সব সমস্যার সমাধান হয়। (ছবি সৌজন্য-এবিপি লাইভ)](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/07/04/dfa5afd1b0ef25c9d84358c9c066ff5b8ea8b.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ভালো কাজের পাশাপাশি শনিদেবকে তুষ্ট করার জন্য চার ধরনের কাজের বিধান রয়েছে শাস্ত্রে। যেগুলি নিয়ম মেনে করতে পারলে জীবনের সব সমস্যার সমাধান হয়। (ছবি সৌজন্য-এবিপি লাইভ)
3/9
![শনিদেবকে সন্তুষ্ট করতে এবং সাড়ে সাতি ও ঢাইয়ার প্রভাব থেকে মুক্তি পেতে চন্দন গাছের মূল বা শিকড় জলে মিশিয়ে টানা ৪০ দিন স্নান করুন। সুফল মিলবেই।(ছবি সৌজন্য-এবিপি লাইভ)](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/07/04/0c12d7eb54c5763361351f1a5d9726f7f01a4.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
শনিদেবকে সন্তুষ্ট করতে এবং সাড়ে সাতি ও ঢাইয়ার প্রভাব থেকে মুক্তি পেতে চন্দন গাছের মূল বা শিকড় জলে মিশিয়ে টানা ৪০ দিন স্নান করুন। সুফল মিলবেই।(ছবি সৌজন্য-এবিপি লাইভ)
4/9
![গ্রহরাজকে সন্তুষ্ট করতে জপ করুন শনিদেবের মন্ত্র। জীবনে সাফল্য আসার পাশাপাশি আর্থিক সমস্যার সমাধান হবে।(ছবি সৌজন্য-এবিপি লাইভ)](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/07/04/da33e252994754971f690b986bb93424c36db.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
গ্রহরাজকে সন্তুষ্ট করতে জপ করুন শনিদেবের মন্ত্র। জীবনে সাফল্য আসার পাশাপাশি আর্থিক সমস্যার সমাধান হবে।(ছবি সৌজন্য-এবিপি লাইভ)
5/9
![নিজের স্বার্থের কথা চিন্তা না করে সবার প্রতি সদয় হন ও তাঁদের উপকার করার চেষ্টা করুন। এই ধরনের কাজে সন্তুষ্ট হয় গ্রহরাজ। আশীর্বাদও করেন। উল্টোদিকে যারা অপরকে আঘাত করেন। শনিদেবের কুনজরে পড়েন তারা। যা জীবন করে তোলে দুর্বিষহ।(ছবি সৌজন্য-এবিপি নিউজ)](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/07/04/68efb29032e8d510db4b51c2182deebdde7eb.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
নিজের স্বার্থের কথা চিন্তা না করে সবার প্রতি সদয় হন ও তাঁদের উপকার করার চেষ্টা করুন। এই ধরনের কাজে সন্তুষ্ট হয় গ্রহরাজ। আশীর্বাদও করেন। উল্টোদিকে যারা অপরকে আঘাত করেন। শনিদেবের কুনজরে পড়েন তারা। যা জীবন করে তোলে দুর্বিষহ।(ছবি সৌজন্য-এবিপি নিউজ)
6/9
![প্রতি শনিবারে কপালে লাল চন্দনের তিলক লাগালে অত্যন্ত সন্তুষ্ট হন গ্রহরাজ। তাঁকে লাল চন্দন নিবেদন করলে অশুভ প্রভাব দূর হয় জীবন থেকে। ক্ষুধার্ত মানুষকে খাবার খাওয়ালে বা গরিব মানুষকে সাহায্য করলেও খুশি হন শনিদেব। শুভ ফল প্রদান করেন। (ছবি সৌজন্য-এবিপি লাইভ)](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/07/04/cf2ad67839a8aac0c963c14bc9e4b4dc1534f.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
প্রতি শনিবারে কপালে লাল চন্দনের তিলক লাগালে অত্যন্ত সন্তুষ্ট হন গ্রহরাজ। তাঁকে লাল চন্দন নিবেদন করলে অশুভ প্রভাব দূর হয় জীবন থেকে। ক্ষুধার্ত মানুষকে খাবার খাওয়ালে বা গরিব মানুষকে সাহায্য করলেও খুশি হন শনিদেব। শুভ ফল প্রদান করেন। (ছবি সৌজন্য-এবিপি লাইভ)
7/9
![শনিদেবকে সন্তুষ্ট করার জন্য যজ্ঞ করারও পরামর্শ দেন জ্য়োতিষীরা। ভালো লক্ষ্য নিয়ে যজ্ঞ করলে সর্বদা শনিদেবের আশীর্বাদ পাওয়া যায়।(ছবি সৌজন্য-এবিপি লাইভ)](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/07/04/275d8e9d4e83d4b9d22602f061fd59561401d.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
শনিদেবকে সন্তুষ্ট করার জন্য যজ্ঞ করারও পরামর্শ দেন জ্য়োতিষীরা। ভালো লক্ষ্য নিয়ে যজ্ঞ করলে সর্বদা শনিদেবের আশীর্বাদ পাওয়া যায়।(ছবি সৌজন্য-এবিপি লাইভ)
8/9
![জ্যোতিষীদের মতে, সর্ষের তেল ও কালো রঙের যে কোন শস্যদানা শনিদেবের অত্যন্ত প্রিয়। তাই শনিবার সর্ষের তেলের প্রদীপ জ্বেলে শনিদেবের আরাধনা করলে ও কালো শস্য দান করলে অত্যন্ত প্রসন্ন হন তিনি। শাস্ত্র মতে, অন্যের ক্ষতি করলে শনিদেব ক্ষুব্ধ হন। এই ধরনের কাজ যারা করে তারা শনিদেবের কুনজরে পড়ে। যার ফলে প্রচুর ক্ষতির সম্মুখীন হতে হয় তাদের। (ছবি সৌজন্য-এবিপি লাইভ)](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/07/04/1a7f91f160d46c8b54b32116629cd5f3e6707.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
জ্যোতিষীদের মতে, সর্ষের তেল ও কালো রঙের যে কোন শস্যদানা শনিদেবের অত্যন্ত প্রিয়। তাই শনিবার সর্ষের তেলের প্রদীপ জ্বেলে শনিদেবের আরাধনা করলে ও কালো শস্য দান করলে অত্যন্ত প্রসন্ন হন তিনি। শাস্ত্র মতে, অন্যের ক্ষতি করলে শনিদেব ক্ষুব্ধ হন। এই ধরনের কাজ যারা করে তারা শনিদেবের কুনজরে পড়ে। যার ফলে প্রচুর ক্ষতির সম্মুখীন হতে হয় তাদের। (ছবি সৌজন্য-এবিপি লাইভ)
9/9
![ডিসক্লেমার : ধর্মীয় বিশ্বাস নিজস্ব। এ ব্যাপারে কোনও মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ ধর্ম সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন। (ছবি সৌজন্য-এবিপি লাইভ)](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/07/04/971b1be43d6f182b1477c06ec06bf9c58ab44.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ডিসক্লেমার : ধর্মীয় বিশ্বাস নিজস্ব। এ ব্যাপারে কোনও মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ ধর্ম সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন। (ছবি সৌজন্য-এবিপি লাইভ)
Published at : 04 Jul 2024 09:03 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)