এক্সপ্লোর
Pitru Paksha 2024: কবে থেকে শুরু পিতৃপক্ষ, কী কী করা উচিত ?
Pitru Paksha: দেবীপক্ষের ১৫ দিন আগে শুরু হয় পিতৃপক্ষ। সনাতন ধর্মাবলম্বীরা মনে করেন এই সময় পূর্বপুরুষরা মর্ত্যলোকে নেমে আসেন। তাই তাঁদের প্রসন্ন করার জন্য নানা উপায়ের সাহায্য নেওয়া হয়।
প্রতীকী ছবি
1/11

এই বছর পিতৃপক্ষ শুরু হবে আগামী ১৭ সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজোর দিন। আর শেষ হবে ২ অক্টোবর মহালয়ার দিন।(ছবি সৌজন্য- পিটিআই)
2/11

পিতৃপক্ষের সময় তর্পণ ও শ্রাদ্ধ সংক্রান্ত কাজের উপযুক্ত সময় বলে মনে করা হয়। তবে এই সময় শুভ কাজের জন্য উপযুক্ত নয় বলে পরামর্শ দেন শাস্ত্রজ্ঞ ও জ্যোতিষীরা।(ছবি সৌজন্য- পিটিআই)
Published at : 11 Sep 2024 01:03 AM (IST)
আরও দেখুন






















