এক্সপ্লোর
Shiv Puran : জীবনে উন্নতি হবে নিশ্চিত, কাটবে বাধা, মেনে চলুন শিব পুরাণের এই কয়েকটি পরামর্শ
Mahashivratri 2024 : শিব পুরাণ সাতটি সংহিতায় বিভক্ত এবং এর মধ্যে ২৪ হাজার শ্লোক রয়েছে। এতে ভগবান শিবের কল্যাণময় রূপ ও তাঁর মহিমা বিশদভাবে বর্ণিত হয়েছে।
মেনে চলুন শিব পুরাণের এই কয়েকটি পরামর্শ
1/9

শিব পুরাণ হিন্দু ধর্মের ১৮ টি পুরাণের মধ্যে একটি। অনেকেই মনে করেন, এই পুরাণ সব পুরাণের মধ্যে শ্রেষ্ঠ । শিব পুরাণ পঠনে পুণ্যলাভ তো হয়ই, সেই সঙ্গে ব্যক্তিজীবন সুখ সমৃদ্ধিতে ভরে ওঠে।
2/9

শিব পুরাণ সাতটি সংহিতায় বিভক্ত এবং এর মধ্যে ২৪ হাজার শ্লোক রয়েছে। এতে ভগবান শিবের কল্যাণময় রূপ ও তাঁর মহিমা বিশদভাবে বর্ণিত হয়েছে। এছাড়া মানবজীবনে সমৃদ্ধি ও মুক্তির পথও এতে বলা হয়েছে।
Published at : 29 Jan 2024 07:10 AM (IST)
আরও দেখুন






















