এক্সপ্লোর
Sharadiya Durga Puja: কোন কোন ভোগে তুষ্ট করবেন নবদুর্গাকে
Naba Durga Vog: ৩ অক্টোবর থেকে শুরু হচ্ছে শারদীয়া নবরাত্রি। মহালয়ার পরের দিন থেকে শুরু হয়ে যাবে আদ্যাশক্তির নয়টি রূপের পুজো। জেনে কী কী ভোগ নিবেদন করে তুষ্ট করা যাবে নবদুর্গাকে।
প্রতীকী ছবি (সৌজন্য-পিটিআই)
1/10

নবদুর্গা প্রথম রূপ হচ্ছে মা শৈলপুত্রী। নানা রকমের ফল দিয়ে পুজো দেওয়ার পাশাপাশি ভক্তরা মা-কে সুজি ও লুচি নিবেদন করেন। গরুর দুধের ঘি দিয়ে বানানো প্রসাদের পাশাপাশি তাঁকে বাতাস, পান ও ছোলাও নিবেদন করা হয়। ধর্মীয় বিশ্বাস এর ফলে সংসার থেকে রোগ দূর হওয়ার সঙ্গে সঙ্গে দেবীর আশীর্বাদ পাওয়া যায়।(ছবি সৌজন্য- পিটিআই)
2/10

দ্বিতীয় দিন পুজো হয় মা ব্রহ্মচারিণীর। তাঁকে ভোগ হিসেবে ভাত, দুধ, দই, মধু, ফল ও মিষ্টি নিবেদন করা হয়। চিনি দিয়ে তৈরি কোনও জিনিস ভোগ হিসেবে নিবেদন করলে দেবী খুশি হয়ে সংসারে সুখ-শান্তি প্রদান করেন বলে বিশ্বাস করা হয়।(ছবি সৌজন্য- পিটিআই)
Published at : 01 Oct 2024 05:05 PM (IST)
আরও দেখুন






















