সম্প্রতি ঋতাভরীর ছবি 'ব্রহ্মা জানেন গোপন কম্মটি' জায়গা করে নিয়েছে ইন্ডিয়ান প্যানোরামার তালিকায়। তাই নিয়ে আপাতত 'খুব খুব খুব খুশি' 'শর্বরী'
2/8
আজ্ঞে হ্যাঁ, শুধু অভিনেত্রী নন, একটি আস্ত স্কুলের গুরুদায়িত্ব হাসিমুখে সামলান ঋতাভরী। সল্টলেকের 'দ্য আইডিয়াল স্কুল ফর ডেফ অ্যান্ড ডাম্ব' ঋতাভরীর খুশির ঠিকানা।
3/8
ঋতাভরীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট খুললেই পাওয়া যাবে শিশুদের সঙ্গে কাটানো বিভিন্ন মুহূর্তের ছবি। দীর্ঘ লকডাউনে স্কুলের ছাত্রছাত্রীদের সঙ্গে দেখা হয়নি বলে মনখারাপ ছিল ঋতাভরীর। সেই মনখারাপ বর্ষশেষে কাটল বোধহয়।
4/8
পুজো হোক বা বড়দিন, স্কুলের শিশুদের জন্য সবসময় আলাদা করে সময় বের করে নেন ব্যস্ত নায়িকা। এই বছরও ব্যতিক্রম হল না তার।
5/8
করোনা বিধি মেনেই ছোটদের সঙ্গে সময় কাটালেন ঋতাভরী। সবার হাতে তুলে দিলেন উপহারও।
6/8
এবিপি আনন্দকে ঋতাভরী বললেন, 'কেক কাটা থেকে শুরু করে বেলুন ফাটিয়ে টফি নেওয়া, উপহার দেওয়া, সবরকম মজা হয়েছে আজ। সঙ্গে অবশ্যই ছিল বিশেষ খাওয়াদাওয়ার ব্যবস্থা।'
7/8
রাত পোহালেই বড়দিন। তার আগে নিজের স্কুলের শিশুদের সঙ্গে উৎসবের মেজাজে নায়িকা ঋতাভরী চক্রবর্তী।
8/8
ঋতাভরীই এই স্কুলের শিশুদের সান্তাক্লজ। পুজোর জামা থেকে শুরু করে দোলের রং, বড়দিনের কেক, সমস্ত আনন্দের উপকরণ নিয়ে হাজির থাকেন তিনি।