এক্সপ্লোর
Medical Science: জটিল রোগে অন্ধকার দেখছিলেন, চোখে দাঁত বসাতেই ফুটল আলো, দৃষ্টিশক্তি ফিরে পেলেন মহিলা
Tooth in Eye Surgery: একদশক পর দৃষ্টিশক্তি ফিরে পেলেন মহিলা। তাও দাঁতের দৌলতে। ছবি: ফ্রিপিক।
ছবি: ফ্রিপিক।
1/10

একদশক আগে অটো ইমিউন রোগ কাবু করে ফেলেছিল শরীরকে। দৃষ্টিশক্তি চলে গিয়ে অন্ধকারে ডুবে গিয়েছিলেন। চোখ মেলে ফের দেখার সুযোগ পেলেন মহিলা। দাঁতের দৌলতেই চোখের দৃষ্টি ফিরল তাঁর।
2/10

শুনতে অদ্ভুত শোনালেও, কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় দাঁতের দৌলতেই দৃষ্টিশক্তি ফিরে পেলেন ৭৫ বছর বয়সি এক মহিলা। ওই মহিলার নাম গেইল লেন। অটো ইমিউন রোগে তাঁর চোখের তারার স্বচ্ছ আচ্ছাদনটি ক্ষতিগ্রস্ত হয়।
Published at : 17 Aug 2025 09:25 AM (IST)
আরও দেখুন






















