এক্সপ্লোর
Colony on Mars: মঙ্গলে শহর, বসতি গড়ে উঠতে দেরি নেই বেশি, যা ভাবা হয়েছিল, তার চেয়ে অনেক আগেই, জানালেন মাস্ক
Martian City: খুব বেশি দেরি নেই। শীঘ্রই মঙ্গলের বুকে মানুষের বসতি গড়ে উঠবে? দাবি ইলন মাস্কের। ছবি: ফ্রিপিক।

ছবি: ফ্রিপিক।
1/10

খুব বেশি দেরি নেই, আগামী ৩০ বছরের মধ্যেই মঙ্গলগ্রহে বসতি গড়ে তোলা সম্ভব হবে বলে এবার মন্তব্য করলেন ইলন মাস্ক। পৃথিবীর বাইরে বিকল্প বাসস্থানের খোঁজ চলছে বহু বছর ধরেই। ছবি: পিক্সাবে।
2/10

পড়শি লালগ্রহকেই এখনও পর্যন্ত সবদিক থেকে উপযুক্ত বলে চিহ্নিত করেছেন বিজ্ঞানীরা। সেই নিয়ে চর্চার মধ্যেই এবার মঙ্গলগ্রহে বসতি গড়ে তোলা নিয়ে বড় ঘোষণা করলেন করলেন মাস্ক। ছবি: পিক্সাবে।
3/10

বেসরকারি মহাকাশ গবেষণা সংস্থা SpaceX-এর কর্ণধার মাস্ক। সোশ্যাল মিডিয়ায় সেই সংক্রান্ত নানা আপডেটও দিতে দেখা যায় তাঁকে। মঙ্গলে বসতি গড়ে তুলতে খুব বেশি দেরি নেই বলে সম্প্রতি মন্তব্য করেন এক ব্যক্তি। ছবি: পিক্সাবে।
4/10

ওই ব্যক্তিকে জবাব দিতে গিয়ে মাস্ক লেখেন, 'মানুষ ছাড়া অভিযান আগামী পাঁচ বছরের মধ্যে। মানুষের অবতরণ ১০ বছরেরও কম সময়ের মধ্যে। আগামী ২০ বছরের মধ্যে হয়ত শহর গড়ে তোলা যাহে। আগামী ৩০ বছরের মধ্যে হেসে খেলে সভ্যতার প্রতিষ্ঠা'। ছবি: পিক্সাবে।
5/10

মঙ্গলগ্রহকে পৃথিবীর বিকল্প গড়ে তুলতে বরাবরই আগ্রহী মাস্ক। তাঁর সংস্থা SpaceX সেখানে মানুষের বসতি গড়ে তোলা নিয়ে সওয়াল করে আসছে দীর্ঘদিন ধরেই। ছবি: পিক্সাবে।
6/10

এর আগে, ফেব্রুয়ারি মাসেই মঙ্গলগ্রহে বসতি স্থাপন নিয়ে নিজের পরিকল্পনার কথা জানিয়েছিলেন মাস্ক। তিনি জানান, পৃথিবী থেকে লক্ষ লক্ষ মানুষকে মঙ্গলগ্রহে স্থানান্তরিত করতে চান তিনি। ছবি: পিক্সাবে।
7/10

তবে সেই লক্ষ্যপূরণে নির্দিষ্ট কোনও সময়সীমার কথা জানাননি মাস্ক। আগামী ৩০ বছরের মধ্যে সম্ভব বলে এবার কার্যতই সময়সীমা বেঁধে দিলেন তিনি, যা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে। ছবি: পিক্সাবে।
8/10

এর আগে মাস্ক জানিয়েছিলেন, বৃহত্তম রকেট Starship নির্মাণের কাজে হাত দিয়েছে তাঁর সংস্থা। ওই রকেটে চেপেই পৃথিবীবাসী মঙ্গলে পৌঁছতে পারবেন বলে জানান। ছবি: ফ্রিপিক।
9/10

শুধু তাই নয়, মঙ্গলগ্রহকে বসবাসের উপযুক্ত করে তোলারও পক্ষপাতী মাস্ক। তাঁর মতে, পৃথিবীবাসীকে সরিয়ে নিয়ে গেলেই হবে না। মঙ্গলগ্রহে তাঁদের সবরকমের চাহিদার জোগান থাকাও জরুরি, যাতে শাক-সবজি থেকে রোজকার ব্যবহৃত পণ্য, পৃথিবীর উপর নির্ভর করে থাকতে না হয়। ছবি: ফ্রিপিক।
10/10

মাস্ক জানিয়েছেন, শুধু পৃথিবীতেই নয়, অন্য গ্রহগুলিকেও তিনি মানুষের দখলে দেখতে চান, যার সূচনা হবে মঙ্গল গ্রহকে দিয়ে। ছবি: ফ্রিপিক।
Published at : 18 May 2024 03:34 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
বিনোদনের
জেলার
ক্রিকেট
Advertisement
ট্রেন্ডিং
