এক্সপ্লোর
Dogs Dream: ঘুমের মধ্যে স্বপ্ন দেখে পোষ্য সারমেয়ও, কেঁপে ওঠে দুঃস্বপ্ন দেখে, একটু নজর দিলেই বোঝা সম্ভব
Science News: মানুষের মতোই ঘুমের মধ্যে স্বপ্ন দেখে পোষ্য সারমেয়রা। তার অনেকাংশ জুড়ে থাকেন মালিকরা।
ছবি: পিক্সাবে।
1/10

প্রিয় মানুষকে নজরে নজরে রাখাই নয় শুধু, প্রিয় মানুষকে নিয়ে স্বপ্নও দেখেন পোষ্য সারমেয়রা। অবান্তর দাবি নয়, বলছে বিজ্ঞানই।
2/10

ঘুমের মধ্যে মালিককে নিয়ে স্বপ্ন দেখেন পোষ্য সারমেয়রা, বলছেন হার্ভার্ড মেডিক্যাল স্কুলের ক্লিনিক্যাল অ্যান্ড এভলিউশনারি সাইকোলজিস্ট দেইদ্রে ব্যারেট। মানুষের মতো সারমেয়রাও স্বপ্ন দেখেন এবং তাঁদের স্বপ্নে প্রায়শই মালিক আবির্ভূত হন বলে জানিয়েছেন তিনি।
Published at : 07 Oct 2023 04:49 PM (IST)
আরও দেখুন






















