এক্সপ্লোর
Science News:প্রজন্মের ব্য়বধানে বদলেছে মানবমস্তিষ্কের আয়তন, কেন 'আশার আলো' নতুন গবেষণায়?
Brain Volume: নতুন এক গবেষণা জানাচ্ছে, প্রজন্মের ব্যবধানে পাল্টে গিয়েছে মানবমস্তিষ্কের আয়তন। আর তাতে আখেরে লাভের সম্ভাবনা, বলছেন গবেষকরা। কী রকম সেই লাভ?
প্রজন্মের ব্য়বধানে বদলেছে মানবমস্তিষ্কের আয়তন, কেন 'আশার আলো' নতুন গবেষণায়? (প্রতীকী ছবি)
1/8

মস্তিষ্কের কথা ভেবেছেন? যদি ভেবে থাকেন, তা হলে আরও একবার ভাবুন, কারণ নতুন গবেষণা জানাচ্ছে, প্রজন্মের ব্যবধানে পাল্টে গিয়েছে মানবমস্তিষ্কের আয়তন। আর তাতে আখেরে লাভের সম্ভাবনা, বলছেন গবেষকরা।
2/8

কীরকম লাভ? গবেষকদের কারও কারও মতে, এই বদলের ফলে সার্বিক ভাবে 'ডিমেনশিয়া'-র মতো সমস্যা কমতে পারে ভবিষ্যতে। তবে এসব পূর্বাভাসে সিলমোহর দেওয়ার জন্য আরও গবেষণা জরুরি। যদিও আপাতত, যতটুকু জানা গিয়েছে তাতেই চমকে উঠেছেন বিশেষজ্ঞরা।
Published at : 28 Mar 2024 01:58 PM (IST)
আরও দেখুন





















