এক্সপ্লোর
Men on Moon: একের পর এক অভিযান, এখনও পর্যন্ত চাঁদের মাটি ছুঁয়েছেন হাতেগোনা কিছু মানুষই, কারা জানেন?
Moon Landings Till Now: আবারও চাঁদে মানুষ পাঠানোর পরিকল্পনা চলছে। তার আগে দেখে নেওয়া ইতিহাস। ছবি: ফ্রিপিক।
ছবি: ফ্রিপিক।
1/10

পৃথিবীর বাইরে যাত্রার কথা উঠলেই, সবার আগে নাম ওঠে চাঁদের। মহাকাশযান পাঠানো থেকে মানবপ্রেরণ, চাঁদকে সামনে রেখেই মহাশূন্যের রহস্য উদঘাটনে হাত দিয়েছে বিশ্বের তাবড় দেশ। ছবি: ফ্রিপিক।
2/10

২০২৫ সালে ফের চাঁদে মানুষ পাঠানোর পরিকল্পনা করছে আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা NASA. Artemis প্রকল্পের আওতায় প্রথম বার এক মহিলা এবং কৃষ্ণাঙ্গ পুরুষকে চাঁদের মাটিতে অবতরণ করানো হবে। ছবি: ফ্রিপিক।
Published at : 25 Feb 2024 09:07 PM (IST)
আরও দেখুন






















