এক্সপ্লোর
Iceland Volcanic Eruptions: কয়েক ঘণ্টায় ১০০০ বার ভূমিকম্প, মাটিতে লাভার স্রোত, আকাশে আগুনের ফোয়ার, সঙ্কটে আইসল্যান্ড
Iceland Lava Flow: কয়েক মাস ধরে পরিস্থিতি সঙ্কটজনক। গত দু'সপ্তাহে বাড়ল সঙ্কট। ছবি: ভিডিও ফুটেজ থেকে সংগৃহীত।
ছবি: ভিডিও ফুটেজ থেকে সংগৃহীত।
1/10

একের পর এক ভূমিকম্প। তার জেরে অগ্ন্যুৎপাত। আইসল্যান্ডের উপর দিয়ে বয়ে চলেছে লাভার স্রোত। সামনে এল একাধিক ছবি এবং ভিডিও, যার মাধ্যমে সেখানকার বর্তমান পরিস্থিতি অনুধাবন করা যাচ্ছে। ছবি: ভিডিও ফুটেজ থেকে সংগৃহীত।
2/10

আইসল্যান্ডের আবহাওয়া বিভাগ জানিয়েছে, পর পর ভূমিকম্পে কেঁপে উঠেছে দেশ। তার জেরেই অগ্ন্যুৎপাত ঘটে। তার পর থেকে, বিগত কয়েক মাস ধরে লাভার স্রোত বয়ে চলেছে। ছবি: ভিডিও ফুটেজ থেকে সংগৃহীত।
Published at : 20 Dec 2023 07:07 PM (IST)
আরও দেখুন






















