এক্সপ্লোর
Iceland Volcanic Eruptions: কয়েক ঘণ্টায় ১০০০ বার ভূমিকম্প, মাটিতে লাভার স্রোত, আকাশে আগুনের ফোয়ার, সঙ্কটে আইসল্যান্ড
Iceland Lava Flow: কয়েক মাস ধরে পরিস্থিতি সঙ্কটজনক। গত দু'সপ্তাহে বাড়ল সঙ্কট। ছবি: ভিডিও ফুটেজ থেকে সংগৃহীত।
![Iceland Lava Flow: কয়েক মাস ধরে পরিস্থিতি সঙ্কটজনক। গত দু'সপ্তাহে বাড়ল সঙ্কট। ছবি: ভিডিও ফুটেজ থেকে সংগৃহীত।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/20/cf1c6c6a528aa32e92954fee9b95b0531703079113051338_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ছবি: ভিডিও ফুটেজ থেকে সংগৃহীত।
1/10
![একের পর এক ভূমিকম্প। তার জেরে অগ্ন্যুৎপাত। আইসল্যান্ডের উপর দিয়ে বয়ে চলেছে লাভার স্রোত। সামনে এল একাধিক ছবি এবং ভিডিও, যার মাধ্যমে সেখানকার বর্তমান পরিস্থিতি অনুধাবন করা যাচ্ছে। ছবি: ভিডিও ফুটেজ থেকে সংগৃহীত।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/20/f3ccdd27d2000e3f9255a7e3e2c4880075556.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
একের পর এক ভূমিকম্প। তার জেরে অগ্ন্যুৎপাত। আইসল্যান্ডের উপর দিয়ে বয়ে চলেছে লাভার স্রোত। সামনে এল একাধিক ছবি এবং ভিডিও, যার মাধ্যমে সেখানকার বর্তমান পরিস্থিতি অনুধাবন করা যাচ্ছে। ছবি: ভিডিও ফুটেজ থেকে সংগৃহীত।
2/10
![আইসল্যান্ডের আবহাওয়া বিভাগ জানিয়েছে, পর পর ভূমিকম্পে কেঁপে উঠেছে দেশ। তার জেরেই অগ্ন্যুৎপাত ঘটে। তার পর থেকে, বিগত কয়েক মাস ধরে লাভার স্রোত বয়ে চলেছে। ছবি: ভিডিও ফুটেজ থেকে সংগৃহীত।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/20/156005c5baf40ff51a327f1c34f2975b3804f.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
আইসল্যান্ডের আবহাওয়া বিভাগ জানিয়েছে, পর পর ভূমিকম্পে কেঁপে উঠেছে দেশ। তার জেরেই অগ্ন্যুৎপাত ঘটে। তার পর থেকে, বিগত কয়েক মাস ধরে লাভার স্রোত বয়ে চলেছে। ছবি: ভিডিও ফুটেজ থেকে সংগৃহীত।
3/10
![পর পর প্রায় ৭০০ বার ভূমিকম্প অনুভূত হয় আইসল্যান্ডে। তার পর, গত ১০ জুলাই থেকে অগ্ন্যুৎপাত ঘটে সেখানে। সেই থেকে এখনও লাভার স্রোতে বিরাম নেই। ছবি: ভিডিও ফুটেজ থেকে সংগৃহীত।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/20/032b2cc936860b03048302d991c3498f9d22f.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
পর পর প্রায় ৭০০ বার ভূমিকম্প অনুভূত হয় আইসল্যান্ডে। তার পর, গত ১০ জুলাই থেকে অগ্ন্যুৎপাত ঘটে সেখানে। সেই থেকে এখনও লাভার স্রোতে বিরাম নেই। ছবি: ভিডিও ফুটেজ থেকে সংগৃহীত।
4/10
![আইসল্যান্ডের রাজধানী রেকেভ্যাকের দক্ষিণে লিটল-হ্রুটুর আগ্নেয়গিরি, যা লিটল-রাম নামেও পরিচিত, তা থেকে একনাগাড়ে অগ্ন্যুৎপাত হয়ে চলেছে। ব্যাসল্ট শিলার ভূমি ঢেকে গিয়েছে লাভার আবরণে। আগ্নেয়গিরি থেকে সর্পিল আকারে নেমে, লাভার স্রোত বয়ে যাচ্ছে। ছবি: ভিডিও ফুটেজ থেকে সংগৃহীত।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/20/18e2999891374a475d0687ca9f989d83fc8f2.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
আইসল্যান্ডের রাজধানী রেকেভ্যাকের দক্ষিণে লিটল-হ্রুটুর আগ্নেয়গিরি, যা লিটল-রাম নামেও পরিচিত, তা থেকে একনাগাড়ে অগ্ন্যুৎপাত হয়ে চলেছে। ব্যাসল্ট শিলার ভূমি ঢেকে গিয়েছে লাভার আবরণে। আগ্নেয়গিরি থেকে সর্পিল আকারে নেমে, লাভার স্রোত বয়ে যাচ্ছে। ছবি: ভিডিও ফুটেজ থেকে সংগৃহীত।
5/10
![যে গ্রিন্ডাভিক শহরের উপর দিয়ে বয়ে চলেছে লাভার স্রোত, ঢের আগেই খালি করে দেওয়া হয়েছে সেটি। সেখানে প্রায় ৩০০০ মানুষের বাস। কিন্তু বর্তমানে পরিস্থিতি আরও সঙ্কটজনক হয়ে দাঁড়িয়েছে। ছবি: ভিডিও ফুটেজ থেকে সংগৃহীত।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/20/799bad5a3b514f096e69bbc4a7896cd98f008.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
যে গ্রিন্ডাভিক শহরের উপর দিয়ে বয়ে চলেছে লাভার স্রোত, ঢের আগেই খালি করে দেওয়া হয়েছে সেটি। সেখানে প্রায় ৩০০০ মানুষের বাস। কিন্তু বর্তমানে পরিস্থিতি আরও সঙ্কটজনক হয়ে দাঁড়িয়েছে। ছবি: ভিডিও ফুটেজ থেকে সংগৃহীত।
6/10
![জানা গিয়েছে, আইসল্যান্ডের Fagradalsfjal আগ্নেয়গিরি থেকেও গত ২৫ অক্টোবর থেকে অগ্ন্যুৎপাত শুরু হয়েছে। কয়েক ঘণ্টার মধ্যে ১০০০ বার কম্পন অনুভূত হয় সেখানে, একটির তীব্রতা ছিল ৩.৯, অন্যটির ৪.৫। ছবি: ভিডিও ফুটেজ থেকে সংগৃহীত।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/20/fe5df232cafa4c4e0f1a0294418e566023b57.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
জানা গিয়েছে, আইসল্যান্ডের Fagradalsfjal আগ্নেয়গিরি থেকেও গত ২৫ অক্টোবর থেকে অগ্ন্যুৎপাত শুরু হয়েছে। কয়েক ঘণ্টার মধ্যে ১০০০ বার কম্পন অনুভূত হয় সেখানে, একটির তীব্রতা ছিল ৩.৯, অন্যটির ৪.৫। ছবি: ভিডিও ফুটেজ থেকে সংগৃহীত।
7/10
![তার পর গত দুই সপ্তাহ ধরে সেখানে বহমান লাভা আক্ষরিক অর্থেই উপচে পড়ছে। প্রতিদিন এখনও ভূমিকম্পও হয়ে চলেছে আইসল্যান্ডে। এমন পরিস্থিতিতে প্রমাদ গুনছেন স্থানীয় মানুষজন। ছবি: ভিডিও ফুটেজ থেকে সংগৃহীত।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/20/8cda81fc7ad906927144235dda5fdf15b23bf.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
তার পর গত দুই সপ্তাহ ধরে সেখানে বহমান লাভা আক্ষরিক অর্থেই উপচে পড়ছে। প্রতিদিন এখনও ভূমিকম্পও হয়ে চলেছে আইসল্যান্ডে। এমন পরিস্থিতিতে প্রমাদ গুনছেন স্থানীয় মানুষজন। ছবি: ভিডিও ফুটেজ থেকে সংগৃহীত।
8/10
![ঘটনাস্থল থেকে যে ছবি এবং ভিডিও সামনে এসেছে, তাতে বরফে ঢাকা মাটির বুক চিড়ে গনগনে আগুনের স্রোত বইতে দেখা গিয়েছে। জ্বালামুখ থেকে শোনা গিয়েছে তীব্র গর্জনও। ছবি: ভিডিও ফুটেজ থেকে সংগৃহীত।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/20/30e62fddc14c05988b44e7c02788e1875b3c9.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ঘটনাস্থল থেকে যে ছবি এবং ভিডিও সামনে এসেছে, তাতে বরফে ঢাকা মাটির বুক চিড়ে গনগনে আগুনের স্রোত বইতে দেখা গিয়েছে। জ্বালামুখ থেকে শোনা গিয়েছে তীব্র গর্জনও। ছবি: ভিডিও ফুটেজ থেকে সংগৃহীত।
9/10
![নীলাভ বরফের উপর কালো ছাইয়ের স্তূপও চোখে পড়েছে। কোথাও কোথাও মানুষ জড়ো হয়েছেন লাভার স্রোতকে চাক্ষুষ করতে। দেশের সরকার যদিও সকলকে সতর্ক করেছে। ছবি: ভিডিও ফুটেজ থেকে সংগৃহীত।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/20/ae566253288191ce5d879e51dae1d8c3d0fe1.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
নীলাভ বরফের উপর কালো ছাইয়ের স্তূপও চোখে পড়েছে। কোথাও কোথাও মানুষ জড়ো হয়েছেন লাভার স্রোতকে চাক্ষুষ করতে। দেশের সরকার যদিও সকলকে সতর্ক করেছে। ছবি: ভিডিও ফুটেজ থেকে সংগৃহীত।
10/10
![জ্বালামুখের ছবি তুলতে ড্রোন ব্যবহার করা হলেও, প্রচণ্ড তাপমাত্রায় সেগুলি অকেজো হয়ে পড়েছে বলে জানা যাচ্ছে। ছবি: ভিডিও ফুটেজ থেকে সংগৃহীত।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/20/62bf1edb36141f114521ec4bb41755795081f.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
জ্বালামুখের ছবি তুলতে ড্রোন ব্যবহার করা হলেও, প্রচণ্ড তাপমাত্রায় সেগুলি অকেজো হয়ে পড়েছে বলে জানা যাচ্ছে। ছবি: ভিডিও ফুটেজ থেকে সংগৃহীত।
Published at : 20 Dec 2023 07:07 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
বাজেট
বাজেট
বাজেট
Advertisement
ট্রেন্ডিং
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)