এক্সপ্লোর
Health News:হাসির ঠেলায় ঘনাতে পারে বিপদ? বিরল হলেও নজিরবিহীন নয়, জানাচ্ছেন বিশেষজ্ঞরা
Laughter Can Cause Death: বিশেষজ্ঞরা জানাচ্ছেন, হাসতে হাসতে মারা যাওয়ার ব্যাপারটা নেহাতই মস্করা নয়।বাস্তবে স্রেফ হাসির চোটে ঘনিয়ে আসতে পারে বিপদ।
হাসির ঠেলায় ঘনাতে পারে বিপদ? বিরল হলেও নজিরবিহীন নয়, জানাচ্ছেন বিশেষজ্ঞরা
1/8

হাসতে হাসতে মরে যাব তো', তুমুল মজার কোনও গল্প শুনে বা মিম দেখে এমন মন্তব্য আকছার করেন কি? তা হলে একটু খেয়াল করুন। কারণ বিশেষজ্ঞরা জানাচ্ছেন, হাসতে হাসতে মারা যাওয়ার ব্যাপারটা নেহাতই মস্করা নয়।
2/8

বাস্তবে স্রেফ হাসির চোটে ঘনিয়ে আসতে পারে বিপদ। সম্ভাবনা খুবই কম, তবে হাসির ধাক্কায় মৃত্যু একেবারে অসম্ভব নয়, এমনই দাবি একাধিক বিশেষজ্ঞের। একটু খোলসা করা যাক?
Published at : 14 Nov 2023 10:24 PM (IST)
আরও দেখুন






















