এক্সপ্লোর
International Polar Bear Day: সাদা পশমের তলায় পিচকালো ত্বক! মেরু ভালুকের চমকে দেওয়া তথ্য
Polar Bear Day: প্রতিবছর ২৭ ফেব্রুয়ারি পালিত হয় আন্তর্জাতিক মেরু ভালুক দিবস। বিশ্ব উষ্ণায়ন, সমুদ্রতলের উষ্ণতা বৃদ্ধির মতো বিষয়গুলি মেরু অঞ্চলের জীববৈচিত্রে ধাক্কা খাওয়ার অন্যতম কারণ।
নিজস্ব চিত্র
1/10

সূদূর উত্তর মেরু প্রদেশ (Arctic Circle), পৃথিবীর একেবারে উত্তরভাগ। যেখানে সারা বছরই থাকে বরফের সাম্রাজ্য। সেই বরফের দেশেরই বাসিন্দা ইনি। টিভিতে-সিনেমার পর্দাতেও দেখা যায় এদের। আকারে বিশাল মেরু ভালুক (Polar Bear) এখন অস্তিত্বের সঙ্কটে ভুগছে। তার জন্য মূলত দায়ী জলবায়ু বদলের সমস্যা।
2/10

মেরু ভালুকের অস্তিত্ব সঙ্কটের কথা মাথায় রেখেই প্রতিবছর ২৭ ফেব্রুয়ারি পালিত হয় আন্তর্জাতিক মেরু ভালুক দিবস (International Polar Bear Day)। বিশ্ব উষ্ণায়ন, মেরুপ্রদেশের বরফ গলে যাওয়া, সমুদ্রতলের উষ্ণতা বৃদ্ধির মতো বিষয়গুলি মেরু অঞ্চলের জীববৈচিত্রে ধাক্কা খাওয়ার অন্যতম কারণ। ফলে এদিন সেই বিষয়গুলি নিয়েও সচেতনতা প্রসারের চেষ্টা করা হয়।
Published at : 27 Feb 2023 02:08 PM (IST)
আরও দেখুন






















