এক্সপ্লোর
Pollution: আপনার চেনা সমুদ্রও কি রং বদলাচ্ছে? কারণ কী?
Climate Change: প্রবন্ধটিতে বলা হয়েছে, নিরক্ষরেখার কাছাকাছি থাকা ট্রপিক্যাল রিজিয়ন বা ক্রান্তীয় এলাকার সমুদ্রের রং ক্রমশ সবুজ হয়ে উঠছে
নিজস্ব চিত্র
1/10

ধীরে ধীরে বদলে যাচ্ছে সমুদ্রের রং। তার জন্য আসলে দায়ী মানুষই। অবাক লাগলেও এমনই ঘটনা ঘটছে। একটি সমীক্ষা বলছে গত দুই দশকে মানুষের কাজকর্মের ফলে হওয়া জলবায়ু পরিবর্তনের কারণে এমন ঘটনা ঘটছে। সম্প্রতি Nature- জার্নালে এই বৈজ্ঞানিক প্রবন্ধটি প্রকাশিত হয়েছে।
2/10

প্রবন্ধটিতে বলা হয়েছে, নিরক্ষরেখার কাছাকাছি থাকা ট্রপিক্যাল রিজিয়ন বা ক্রান্তীয় এলাকার সমুদ্রের রং ক্রমশ সবুজ হয়ে উঠছে। বিজ্ঞানীদের দাবি, সমুদ্রের এমন রংবদলের অর্থ সমুদ্রের বাস্তুতন্ত্রেও বদল ঘটছে। কারণ সমুদ্রের জলের রং সেখানকার বাস্তুতন্ত্রের উপর অনেকটাই নির্ভর করে।
Published at : 15 Jul 2023 05:01 PM (IST)
আরও দেখুন






















