এক্সপ্লোর
Science News: চেহারা দেখে মজেছিলেন সকলে, ভয়াবহ অতীত জানা ছিল না, সামনে এল ‘রূপসী’ ছায়াপথের সত্য
Space Science: প্রথম দেখাতেই চোখ ধাঁধিয়ে গিয়েছিল। কিন্তু সত্যতা সামনে এল এবার। মহাশূন্যে মৃত ছায়াপথের রদস্যভেদ।
ছবি: নাসা।
1/10

গাত্রবর্ণ মরচে ধরা লোহার মতো। কমলার উপর রক্তিম মায়া জড়িয়ে। সর্পিল, গোটানো শরীর। তার ভিতর থেকে ঠিকরে বেরোচ্ছে আলো।
2/10

প্রথম দেখাতেই চোখ ধাঁধিয়ে গিয়েছিল সকলের। ভবিষ্যতের জন্য অপার সম্ভাবনা অপেক্ষা করে রয়েছে বলে ধরে নিয়েছিলেন জ্যোতির্বিজ্ঞানীরা।
Published at : 06 Jul 2023 02:50 PM (IST)
আরও দেখুন






















