এক্সপ্লোর
Science News: জলস্তরবৃদ্ধির দোসর ভূমির অবনমন, ২০৫০-এর মধ্যেই ঘোর বিপদ, উঠে এল গবেষণায়
Earth Science: খুব বেশি দেরি নেই, বিপদ ঘনিয়ে আসছে, জানাচ্ছে নয়া গবেষণা। ছবি: ফ্রিপিক।
ছবি: ফ্রিপিক।
1/10

একদিকে, সাগর-মহাসাগরের জলস্তর বৃদ্ধি, অন্য দিকে ভূমির অবনমন, বহু বছর ধরেই সিঁদুরে মেঘ দেখছেন পরিবেশবিদরা। বার বার সেই নিয়ে সতর্কও করেছেন তাঁরা। কিন্তু কাজের কাজ কতটা হয়েছে, তা নিয়ে সন্দেহ রয়েছে। ছবি: ফ্রিপিক।
2/10

এবার আরও বড় বিপদবার্তা শোনাল নতুন গবেষণা। আমেরিকার নিউ ইয়র্ক, বস্টন, সান ফ্রান্সিসকো, মায়ামির মতো বড় শহর আগামী দিনে মহাসাগরের নিচে তলিয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে তাতে। ছবি: ফ্রিপিক।
3/10

গত ৫ মার্চ Nature জার্নালে গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে, তাতে আসন্ন বিপদের কথা তুলে ধরা হয়েছে। বলা হয়েছে, এখনই সক্রিয় না হলে ২০৫০ সালের মধ্যে বড় বিপর্যয় নেমে আসছে, তাতে ক্ষয়ক্ষতির পরিমাণ ১০৭ বিলিয়ন ডলারে গিয়ে ঠেকতে পারে, ভারতীয় মুদ্রায় যা প্রায় ১০ হাজার ৭০০ কোটি ডলার। ছবি: ফ্রিপিক।
4/10

এর আগে যে পরিসংখ্যান সামনে আসে, তাতে বলা হয়েছিল, আমেরিকার সমুদ্র উপকূলবর্তী এলাকায় বসবাসকারীর সংখ্যা দেশের মোট জনসংখ্যার ৩০ শতাংশ। ওই সমস্ত এলাকায় ২০৫০ নাগাদ জলস্তর ১ ফুট বৃদ্ধি পাবে। ছবি: ফ্রিপিক।
5/10

কিন্তু নয়া গবেষণাপত্রে বলা হয়েছে, আগের গবেষণায় জলস্তরবৃদ্ধির কথা বলা হলেও, ভূমির অবনমনের কথা বলা হয়নি। একদিকে জলস্তর বৃদ্ধি এবং পাশাপাশি মাটির অবনমন, দুইয়ের ফলশ্রুতি ভয়ঙ্কর হতে চলেছে। ছবি: ফ্রিপিক।
6/10

বিংশ শতকের গোড়া থেকেই জলবায়ু পরিবর্তন গোটা পৃথিবীর জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। হিমবাহগুলি গলতে শুরু করেছে, তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে সাগর-মহাসাগরের জলের। এর ফলে জলস্তর লাগাতার বেড়ে চলেছে। গত তিন দশক ধরে লাগাতার ০.১২ ইঞ্চি করে প্রতি বছর জলস্তর বৃদ্ধি পাচ্ছে। ছবি: ফ্রিপিক।
7/10

গবেষকরা জানিয়েছেন, উপকূল অঞ্চলের ভূমি একাধিক কারণে নীচে বসে যাচ্ছে। মেট্রোপলিস এলাকায় মাটির উপর চাপ বাড়ছে, দৈর্ঘ্যেও বেড়ে চলেছে লাগাতার। উপকূল অঞ্চলে লাগাতার অবনমন ঘটছে ভূমির। ছবি: ফ্রিপিক।
8/10

এর ফলে গ্যাস, জল এবং অন্য উপাদান গভীর পর্যন্ত চলে যাচ্ছে। যে কারণে মাটির বাঁধন ক্রমশ আলগা হচ্ছে। ফলে শহরাঞ্চলের মাটি ক্রমশ ফাঁপা হয়ে যাচ্ছে। ছবি: ফ্রিপিক।
9/10

এর ফলেই ০.২ ইঞ্চি করে প্রতি বছর মাটির অবনমন ঘটছে বলে দাবি গবেষকদের। ফলে সাগর-মহাসাগরের জলস্তর বৃদ্ধি এবং মাটির অবনমন ভয়াবহ বিপর্যয় ডেকে আনবে বলে মত বিশেষজ্ঞদের। ছবি: ফ্রিপিক।
10/10

গবেষণায় বলা হয়েছে, এখনই প্রতিরোধ করা না গেলে, আমেরিকার উপকূল অঞ্চলে গড়ে ওঠা ২ লক্ষ ৮০ হাজার নির্মাণে বসবাসকারী প্রতি ৫০ জন মানুষের মধ্যে একজন প্রভাবিত হবেন। বিশেষ করে নিম্নবিত্ত পরিবারগুলি প্রভাবিত হবেন। এই বিপদ এড়াতে হলে প্রাকৃতিক গ্যাস আহরণ, ভূগর্ভের জল সংগ্রহ কমাতে হবে বলে মত গবেষকদের। ছবি: ফ্রিপিক।
Published at : 07 Mar 2024 09:14 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement






















