এক্সপ্লোর
Simulated Mars Mission: লালগ্রহে উপনিবেশ গড়াই লক্ষ্য, কৃত্রিম মঙ্গলে একবছর কাটানোর সুযোগ, লোক খুঁজছে NASA
Mission Mars: মঙ্গলে থাকার অভিজ্ঞতা হবে পৃথিবীতেই। সুবর্ণ সুযোগ নিয়ে এল NASA. ছবি: NASA.
ছবি: NASA.
1/10

পৃথিবীর বিকল্প বাসস্থানের খোঁজ চলছে। তার জন্য তন্নতন্ন করে মহাকাশে তল্লাশি চালাচ্ছেন বিজ্ঞানীরা। সেই মাপকাঠিতে এখনও পর্যন্ত পড়শি গ্রহ মঙ্গলই সবচেয়ে এগিয়ে রয়েছে। ছবি: NASA.
2/10

সেই লক্ষ্যে পৌঁছতে এবার সাধারণ মানুষের জন্য সুবর্ণ সুযোগ নিয়ে এল আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা NASA. মঙ্গলের পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়া, সেখানে বেঁচে থাকার কৌশল রপ্ত করার সুযোগ দিচ্ছে তারা। ছবি: পিক্সাবে।
Published at : 29 Feb 2024 10:22 PM (IST)
আরও দেখুন






















