এক্সপ্লোর
Fire and Water: জলেই জব্দ আগুন, অথচ দাবানল রুখতে হিমশিম খেতে হয়, নেপথ্যে কোন সমীকরণ?
Science News: আগুন নেভাতে কেন লাগে জল, জানতে হলে বুঝতে হবে রসায়ন। ছবি: ফ্রিপিক।
ছবি: ফ্রিপিক।
1/10

আগুনকে জব্দ করতে পারে জল। আলাদা করে কাউকে শেখাতে হয়নি, ছোট থেকেই এব্যাপারে ওয়াকিবহাল আমরা। আগুন দেখলে তাই অবচেতনেও হাত চলে যায় জলের দিকে।
2/10

কিন্তু জল আগুন নেভায় কী করে, কখনও ভেবে দেখেছেন কি? উত্তর কিন্তু মোটেই জলের মতো সহজ নয়। বরং নেপথ্যে রয়েছে জটিল রাসায়নিক প্রক্রিয়া।
Published at : 05 Oct 2024 08:18 AM (IST)
আরও দেখুন





















