এক্সপ্লোর
New Viruses: বিজ্ঞানীদের কাছেও একেবারে নতুন, টুথব্রাশ এবং শাওয়ার হেডে ৬০০-র বেশি ভাইরাসের খোঁজ মিলল
Science News: সমুদ্রের গভীরে যেতে হবে না, আমাদের চারপাশেই কত কী অজানা রয়েছে। ছবি: ফ্রিপিক।
ছবি: ফ্রিপিক।
1/10

করোনার পর সংক্রমণ নিয়ে সচেতনতা বেড়েছে মানুষের মধ্যে। বাসে-ট্রেনে, অফিসে, বাড়িতে পরিষ্কার-পরিচ্ছন্নতার দিকে নজর থাকে। কিন্তু সত্যিই কি ব্যাকটিরিয়া, ভাইরাস পুরোপুরি এড়াতে পারছি আমরা?
2/10

এই প্রশ্নের জবাব খুঁজতে গিয়ে চাঞ্চল্যকর তথ্য পেলেন বিজ্ঞানীরা। রোজ ব্যবহৃত টুথব্রাশ এবং শাওয়ার হেডে ৬০০-র বেশি ভাইরাসের খোঁজ পেলেন তাঁরা, যার মধ্যে অধিকাংশই অচেনা। ওই সমস্ত ভাইরাসের উপর আ্যান্টি বায়োটিকও কাজ করে না বলে জানা গিয়েছে।
Published at : 12 Oct 2024 11:13 AM (IST)
আরও দেখুন






















