এক্সপ্লোর
New Mars Craters: লাভার আস্তরণের নীচে পাললিক শিলা, মঙ্গলের বুকে নয়া গহ্বর আবিষ্কার, ভারতের শহরের নামে নামকরণ
Science News: ভারতীয় বিজ্ঞানীদের আবিষ্কারে হইচই। ছবি: Physical Research Laboratory.

ছবি: Physical Research Laboratory.
1/10

পৃথিবীতে বসেই মঙ্গলের বুকে তিনটি নতুন গহ্বরের আবিষ্কার করলেন ভারতীয় বিজ্ঞানীরা। এর মধ্যে দু'টি গহ্বরের নামকরণও হল ভারতেরই শহরের নামে।
2/10

আমদাবাদের ফিজিক্যাল রিসার্চ ল্যাবরেটরি-র বিজ্ঞানীরা মঙ্গলের বুকে তিনটি নতুন গহ্বরের আবিষ্কার করেছেন। এতদিন সেগুলির খোঁজ পাননি অন্য কেউ।
3/10

জানা গিয়েছে, মঙ্গলের বুকে থারসিস আগ্নেয়গিরি অঞ্চলে, ২১ ডিগ্রি দক্ষিণে এবং ২০৯ ডিগ্রি পশ্চিমে অবস্থিত ওই তিনটি গহ্বর। আয়তনে মোটেই ছোট নয় সেগুলি।
4/10

ওই তিনটি গহ্বরের নাম যথাক্রমে Lal Crater, Mursan Crater এবং Hilsa Crater রাখা হয়েছে। এই নামে সিলমোহর দিয়েছে ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন।
5/10

এর মধ্য়ে একটি গহ্বরের নামকরণ হয়েছে ফিজিক্যাল রিসার্চ ল্যাবরেটরির প্রাক্তন ডিরেক্টরের নামে। বাকি দু'টির নামকরণ হয়েছে উত্তরপ্রদেশ এবং বিহারের ছোট দুই শহর, মুরসান এবং হিলসার নামে।
6/10

Lal Craterটির আয়তন প্রায় ৬৫ কিলোমিটার। প্রখ্যাত ভারতীয় ভূপদার্থবিদ তথা ফিজিক্যাল রিসার্চ ল্যাবরেটরির প্রাক্তন ডিরেক্টর, অধ্যাপক দেবেন্দ্র লালের নামে সেটির নামকরণ হয়েছে। ১৯৭২ থেকে ১৯৮৩ সাল পর্যন্ত তিনি সংস্থার দায়িত্বে ছিলেন।
7/10

মুরসান গহ্বরটির আয়তন প্রায় ১০ কিলোমিটার। Lal Crater-এর পূর্ব কিনারার সঙ্গে একেবারে গায়ে গায়ে অবস্থান মুরসান গহ্বরটির। উত্তরপ্রদেশের মরসান শহরের নামে সেটির নামকরণ হয়েছে।
8/10

হিলসা গহ্বরটিও আয়তনে প্রায় ১০ কিলোমিটার। Lal Crater-এর পশ্চিম কিনারার গা ঘেঁষে সেটি অবস্থিত। বিহারের হিলসা শহরের নামে সেটির নামকরণ হয়েছে।
9/10

উত্তরপ্রদেশের মুরসানে জন্ম ফিজিক্যাল রিসার্চ ল্যাবরেটরির বর্তমান ডিরেক্টর অনিল ভরদ্বাজের। মঙ্গলের বুকে গহ্বর আবিষ্কারে যুক্ত ছিলেন বিজ্ঞানী রাজীব রঞ্জন ভারতী। তাঁর জন্ম বিহারের হিলসায়। তাই এমন নামকরণ।
10/10

Lal Crater-টি লাভায় ঢাকা। কিন্তু লাভার আস্তরণের নীচে ৪৫ মিটার পুরু পাললিক শিলা রয়েছে বলে ইঙ্গিত পেয়েছে NASA.একসময় মঙ্গলের বুকে চিরেও জলের স্রোত বইত প্রমাণ করার ক্ষেত্রে এই পাললিক শিলার গুরুত্ব অপরিসীম। ফলে এই আবিষ্কার প্রশংসা কুড়িয়েছে আন্তর্জাতিক মহলেরও। অ্যাস্ট্রোফিজিক্যাল জার্নালে নয়া আবিষ্কারের উল্লেখ উঠে এসেছে।
Published at : 12 Jun 2024 09:05 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
জেলার
জ্যোতিষ
ক্রিকেট
Advertisement
ট্রেন্ডিং
