এক্সপ্লোর
PAN AM 914: উড়ানের পরই যাত্রীসমেত নিখোঁজ, ৩৭ বছর পর ফের আবির্ভাব? কল্পনা ও বাস্তব ঘেঁটে দেয় এই বিমান
Plane Disappearance: যাত্রীসমেত ৩৭ বছর পর ফের আবির্ভাব। এত বছর কেটে গিয়েছে জেনে ফের গায়েব! ছবি: পিক্সাবে।
ছবি: পিক্সাবে।
1/10

যাত্রী নিয়ে উড়েছিল বিমান। তার পর রেডার থেকে গায়েব। না পাওয়া গিয়েছিল ধ্বংসাবশেষ, না অন্য কোথাও অবতরণের খবর। তার পর প্রায় ভুলেই গিয়েছিলেন সকলে। হঠাৎ ৩৭ বছর পর নাকি আবির্ভূত হয়ে সেই বিমান! তার পর আবারও গায়েব। আজও সেই রহস্যের কিনারা হয়নি। যদিও এমন কিছু ঘটেইনি বলে দাবি করেন অনেকে। ছবি: পিক্সাবে।
2/10

শোনা যায়, ১৯৫৫ সালের ২ জুলাই আমেরিকার নিউ ইয়র্ক সিটি থেকে মায়ামির উদ্দেশে রওনা দেয় Pan AM ৯১৪ বিমানটি। বিমানে সওয়ার ছিলেন ক্যাপ্টেন চার্লস জি টেলর, ফার্স্ট অফিসার ইউজিনি প্রপ, চার বিমানকর্মী এবং ৫৭ জন যাত্রী। ছবি: পিক্সাবে।
Published at : 28 Jan 2024 08:42 PM (IST)
আরও দেখুন
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
অটো
ব্যবসা-বাণিজ্যের
অটো






















