এক্সপ্লোর
Dinosaur Eggs: পাঁঠাবলি থেকে ভোগ বিতরণ, বাদ ছিল না কিছু, ডায়নোসরের ডিমকে কুলদেবতা ভেবে পুজো, ভুল ভাঙল এতদিনে
Science News: বহু দশক ধরে কুলদেবতারূপে পুজো করা হতো যে পাথরকে, তা আসলে ডায়নোসরের ডিম! ছবি: ABP Live থেকে সংগৃহীত।
বিষয়টি সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে।
1/10

বিশ্বাসে মিলায় বস্তু...প্রমাণ হয়ে গেল আবার। কুলদেবতা ভেবে বংশপরম্পরায় কুলদেবতাকে আগলে রেখেছিল গোটা পরিবার। সেই কুলদেবতা যে ডাইনোসরের ডিম হতে পারে, ভাবনাতেই আসেনি কারও। যা কল্পনাও করতে পারেননি, তা-ই ঘটে গেল। ছবি: ABP Live থেকে সংগৃহীত।
2/10

মধ্যপ্রদেশের ধারের ঘটনা। সেখানকার পাদল্যা গ্রামের বাসিন্দা ৪০ বছর বয়সি ভেস্তা মান্দালোই। বংশপরম্পরায় তাঁদের পরিবারে গোলাকার কয়েকটি পাথরকে কুলদেবতা হিসেবে পুজো করা হচ্ছিল। ছবি: ABP Live থেকে সংগৃহীত।
Published at : 23 Dec 2023 09:16 AM (IST)
আরও দেখুন






















