এক্সপ্লোর
Buddha Statue Made of Meteorite: মহাজাগতিক শিলার উপর কারুকার্য! নাৎসিদের হাতে থাকা বৌদ্ধমূর্তিকে ঘিরে রয়েছে বিজ্ঞান ও পুরাণের উপকথা
Statue Carved from Meteorite: দেখতে অতি সাধারণ হলেও, মহাজাগতিক শিলায় তৈরি বৌদ্ধ মূর্তিকে ঘিরে জল্পনার শেষ নেই। ছবি: ফাইল চিত্র এবং পিক্সাবে।
ছবি: পিক্সাবে।
1/11

অন্দরসজ্জার জন্য হোক বা উপহারস্বরূপ কাউকে দিতে বুদ্ধমূর্তি কিনে থাকি আমরা। এর মধ্যে কোনওটি মাটির তৈরি, কোনওটি পাথরের, কোনওটি লোহা, কোনওটি আমার পার্থিক অন্য কোনও ধাতু দিয়ে তৈরি হয়।
2/11

কিন্তু মহাজাগতিক শিলায় তৈরি বৌদ্ধ মূর্তির কথা শুনেছেন কখনও! নাৎসি জার্মানিতে এমনই বৌদ্ধমূর্তির অস্তিত্ব ছিল। কালক্রমে হাতবদল হয়ে যা পৌঁছয় ইউরোপে। মহাকাশ থেকে কি ওই মূর্তি পৃথিবীতে এসে পড়েছিল? নাকি এর পিছনে রয়েছে অন্য কোনও তত্ত্ব, জেনে নিন বিশদে।
Published at : 22 Feb 2023 06:30 AM (IST)
আরও দেখুন






















