এক্সপ্লোর
Science News: সত্যিই কি বৃহস্পতি সবচেয়ে বৃহত্তম গ্রহ, নাকি পাঠ্যবইয়ের বাইরেই রয়ে গিয়েছে আসল সত্য!
Space News: বৃহস্পতিই সর্ববৃহৎ গ্রহ বলে ছোট থেকে জানি আমরা। কিন্তু তার চেয়ে বড় কোনও গ্রহ কি রয়েছে, জেনে নিন বিশদ তথ্য।
ছবি: পিক্সাবে।
1/10

সময়ের সঙ্গে সঙ্গে পরিচিতি বাড়ছে মহাজগতের সঙ্গে। নক্ষত্র, গ্রহ, উপগ্রহ এমনকি সৌরজগতের বাইরেও যে রহস্যময় অন্য এক দুনিয়া রয়েছে, তা বুঝতে পারছি আমরা। শুধু কি তাই! মহাশূন্যের গর্ভে আরও একাধিক গ্রহের সন্ধানও মিলতে শুরু করেছে, যারা কিনা আমাদের সৌরজগতের একেবারে ধার ঘেঁষে বিরাজ করছে।
2/10

আর যত কাছাকাছি পৌঁছনো যাচ্ছে রহস্যময় দুনিয়ার, ততই অবাক হচ্ছি আমরা। উদাহরণস্বরূপ বলা যায়, এ যাবৎ বৃহস্পতিকেই বৃহত্তম গ্রহ বলে জেনে এসেছি আমরা। কিন্তু তার চেয়েও ঢের বড় গ্রহের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা।
Published at : 12 Aug 2023 09:57 AM (IST)
আরও দেখুন






















