এক্সপ্লোর
Origin of Cancer: ক্যান্সার শুনলেই হাড় হিম হয়ে যায়, রোগের এমন নামকরণ কেন জানেন?
Cancer History: আজ বলে নয়, প্রাচীন কালেও ক্যান্সারের প্রকোপ ছিল। নামকরণ সেই প্রাচীন কালেই। ছবি: পিক্সাবে।
ছবি: পিক্সাবে।
1/10

চিকিৎসা বিজ্ঞান বহুদূর এগিয়ে গেলেও, ক্যান্সারের নাম শুনলে আজও বুকটা ছ্যাঁত করে ওঠে। মারণ রোগের বিরুদ্ধে লড়াইয়ের ভিন্ন ভিন্ন উপায় বের করা গেলেও, ক্যান্সারের বিরুদ্ধে এখনও জয়লাভ করেনি মানবজাতি। পিক্সাবে
2/10

জনসংখ্যার নিরিখে বর্তমানে ক্যান্সার আক্রান্তের সংখ্যা লাগাতার বৃদ্ধি পেলেও, হাজার হাজার বছর আগেও পৃথিবীতে অস্তিত্ব ছিল ক্যান্সারের। কিন্তু মারণ রোগের নাম ক্যান্সার হল কী করে জানেন কি? পিক্সাবে
Published at : 08 May 2024 10:15 AM (IST)
আরও দেখুন






















