এক্সপ্লোর
History of Cooking: পৃথিবীতে রান্না শুরু হল কবে থেকে? যা বলছে বিজ্ঞান...
Ancient Human: সময়ের সঙ্গে পাল্টেছে খাদ্যাভ্যাস। পাল্টেছে বাঁচার ধরনও। ছবি: ফ্রিপিক।
ছবি: ফ্রিপিক।
1/10

শখে রান্নাঘরে ঢোকা, আর নিত্যদিন হেঁশেলে কয়েক ঘণ্টা কাটানোর মধ্যে ফারাক বিস্তর। রোজ রোজ রান্নার ঝামেলা নিতে ভাল লাগে না আমাদের। কিন্তু কাঁচা শাক-সবজি, মাছ-মাংস তো আর খাওয়া যায় না! তাই মন না চাইলেও রান্নাবাড়া করতেই হয়।
2/10

কিন্তু রান্নার চল পৃথিবীতে চালু হল কবে, তা জানেন কি? নির্দিষ্ট ভাবে দিনক্ষণ না পাওয়া গেলেও, রান্নার সূচনাপর্ব নিয়ে একাধিক তথ্যপ্রমাণ উঠে এসেছে।
Published at : 27 Aug 2024 05:17 PM (IST)
আরও দেখুন






















