এক্সপ্লোর

Plastic Bottle Homes: খরচ ন্যূনতম, হেসে-খেলে কেটে যাবে ৩০০ বছর, প্লাস্টিকের বোতল আর বালি সহায়, মাথার উপর ছাদ পাচ্ছেন গৃহহীনরা

Tateh Lehbib: মোটা টাকা ধসবেও না, টিকে থাকবে ৩০০ বছর। লেহবিবের দেখানো পথেই প্লাস্টিকের সমস্যা থেকে মুক্তির উপায় খুঁজছেন পরিবেশ এবং বিজ্ঞান সচেতন মানুষ জন।

Tateh Lehbib: মোটা টাকা ধসবেও না, টিকে থাকবে ৩০০ বছর। লেহবিবের দেখানো পথেই প্লাস্টিকের সমস্যা থেকে মুক্তির উপায় খুঁজছেন পরিবেশ এবং বিজ্ঞান সচেতন মানুষ জন।

ছবি: টাটেহ্ লেহবিব বারিকার ট্যুইটার হ্যান্ডল থেকে সংগৃহীত।

1/12
দিনভর হাড়ভাঙা পরিশ্রমের পর বাড়ি ফিরে নিশ্চিন্তে ঘুমাতে পারলে, আর কিছু চাই না আমরা। কিন্তু পৃথিবীতে এমন হাজার হাজার, লক্ষ লক্ষ মানুষ রয়েছেন, নিজের বাড়ি বলে কিছু নেই তাঁদের।    ছবি: টাটেহ্ লেহবিব বারিকার ট্যুইটার হ্যান্ডল থেকে সংগৃহীত।
দিনভর হাড়ভাঙা পরিশ্রমের পর বাড়ি ফিরে নিশ্চিন্তে ঘুমাতে পারলে, আর কিছু চাই না আমরা। কিন্তু পৃথিবীতে এমন হাজার হাজার, লক্ষ লক্ষ মানুষ রয়েছেন, নিজের বাড়ি বলে কিছু নেই তাঁদের। ছবি: টাটেহ্ লেহবিব বারিকার ট্যুইটার হ্যান্ডল থেকে সংগৃহীত।
2/12
এত বড় পৃথিবীতে মাথা গোঁজার আশ্রয় না থাকা মোটেই কাম্য নয়। তাই গৃহহীনদের মাথার উপর ছাদ গড়ে তুলতে অভিনব উপায় বের করে করে ফেলেছেন পেশায় ইঞ্জিনিয়ার টাটেহ্ লেহবিব বারিকা। লক্ষ লক্ষ, কোটি কোটি টাকা খরচের প্রয়োজন নেই, বর্জ্য প্লাস্টিকের বোতল দিয়ে বাড়ি তৈরি করে খবরের শিরোনামে উঠে এসেছেন তিনি।   ছবি: টাটেহ্ লেহবিব বারিকার ট্যুইটার হ্যান্ডল থেকে সংগৃহীত।
এত বড় পৃথিবীতে মাথা গোঁজার আশ্রয় না থাকা মোটেই কাম্য নয়। তাই গৃহহীনদের মাথার উপর ছাদ গড়ে তুলতে অভিনব উপায় বের করে করে ফেলেছেন পেশায় ইঞ্জিনিয়ার টাটেহ্ লেহবিব বারিকা। লক্ষ লক্ষ, কোটি কোটি টাকা খরচের প্রয়োজন নেই, বর্জ্য প্লাস্টিকের বোতল দিয়ে বাড়ি তৈরি করে খবরের শিরোনামে উঠে এসেছেন তিনি। ছবি: টাটেহ্ লেহবিব বারিকার ট্যুইটার হ্যান্ডল থেকে সংগৃহীত।
3/12
সাহারা মরুভূমি অঞ্চলে শরণার্থী মা-বাবার কোলে জন্ম টাটেহ্-র।  পশ্চিম সাহারা মরুভূমি অঞ্চলে মরক্কো এবং সাহরাবি আরব ডেমোক্র্যাটিক রিপাব্লিকের মধ্যে দ্বন্দ্ব চলছে নয় নয় করে চার দশক ধরে।   ছবি: টাটেহ্ লেহবিব বারিকার ট্যুইটার হ্যান্ডল থেকে সংগৃহীত।
সাহারা মরুভূমি অঞ্চলে শরণার্থী মা-বাবার কোলে জন্ম টাটেহ্-র। পশ্চিম সাহারা মরুভূমি অঞ্চলে মরক্কো এবং সাহরাবি আরব ডেমোক্র্যাটিক রিপাব্লিকের মধ্যে দ্বন্দ্ব চলছে নয় নয় করে চার দশক ধরে। ছবি: টাটেহ্ লেহবিব বারিকার ট্যুইটার হ্যান্ডল থেকে সংগৃহীত।
4/12
এর ফলশ্রুতি হিসেবে হাজার হাজার শরণার্থী হিসেবে আজও বেঁচে রয়েছেন। শরণার্থী শিবিরের তাঁবুতেই বছরের পর বছর কাটিয়ে দিচ্ছেন তাঁরা। ভাগ্য যাঁদের উপর একটু প্রসন্ন টিনের চালা গড়ে তুলতে পেরেছেন। কিন্তু সাহারা মরুভূমি অঞ্চলে সেই টিনের ঘরে থাকা জতুগৃহে থাকার সমান।    ছবি: টাটেহ্ লেহবিব বারিকার ট্যুইটার হ্যান্ডল থেকে সংগৃহীত।
এর ফলশ্রুতি হিসেবে হাজার হাজার শরণার্থী হিসেবে আজও বেঁচে রয়েছেন। শরণার্থী শিবিরের তাঁবুতেই বছরের পর বছর কাটিয়ে দিচ্ছেন তাঁরা। ভাগ্য যাঁদের উপর একটু প্রসন্ন টিনের চালা গড়ে তুলতে পেরেছেন। কিন্তু সাহারা মরুভূমি অঞ্চলে সেই টিনের ঘরে থাকা জতুগৃহে থাকার সমান। ছবি: টাটেহ্ লেহবিব বারিকার ট্যুইটার হ্যান্ডল থেকে সংগৃহীত।
5/12
লেহবিব নিজেও সেভাবেই বড় হয়েছেন। কিন্তু রাষ্ট্রপুঞ্জের শরণার্থী বিভাগ থেকে স্কলারশিপ পেয়ে উচ্চশিক্ষা সম্পূর্ণ করেন তিনি। পুনর্নবীকরণযোগ্য শক্তি নিয়ে পড়াশোনা করেন। এর পর নিজের লোকজনদের জন্য কিছু করার কথা ভাবেন। অভিনব উপায়ও বের করে ফেলেন।    ছবি: টাটেহ্ লেহবিব বারিকার ট্যুইটার হ্যান্ডল থেকে সংগৃহীত।
লেহবিব নিজেও সেভাবেই বড় হয়েছেন। কিন্তু রাষ্ট্রপুঞ্জের শরণার্থী বিভাগ থেকে স্কলারশিপ পেয়ে উচ্চশিক্ষা সম্পূর্ণ করেন তিনি। পুনর্নবীকরণযোগ্য শক্তি নিয়ে পড়াশোনা করেন। এর পর নিজের লোকজনদের জন্য কিছু করার কথা ভাবেন। অভিনব উপায়ও বের করে ফেলেন। ছবি: টাটেহ্ লেহবিব বারিকার ট্যুইটার হ্যান্ডল থেকে সংগৃহীত।
6/12
বালি, সিমেন্ট, ইঁট নয়, ফেলে দেওয়া প্লাস্টিকের বোতলের মধ্যে মরুভূমির বালি ভরে বাড়ি তৈরির উপায় বের করেন লেহবিব। পৃথিবীকে প্লাস্টিকমুক্ত করতে যখন চেষ্টা চালাচ্ছেন পরিবেশ এবং বিজ্ঞান সচেতন মানুষজন, সেই সময় পরিবেশের ক্ষতি না করে প্লাস্টিককে সঠিক কাজে লাগানোর উপায় বের করেছেন লেহবিব।   ছবি: টাটেহ্ লেহবিব বারিকার ট্যুইটার হ্যান্ডল থেকে সংগৃহীত।
বালি, সিমেন্ট, ইঁট নয়, ফেলে দেওয়া প্লাস্টিকের বোতলের মধ্যে মরুভূমির বালি ভরে বাড়ি তৈরির উপায় বের করেন লেহবিব। পৃথিবীকে প্লাস্টিকমুক্ত করতে যখন চেষ্টা চালাচ্ছেন পরিবেশ এবং বিজ্ঞান সচেতন মানুষজন, সেই সময় পরিবেশের ক্ষতি না করে প্লাস্টিককে সঠিক কাজে লাগানোর উপায় বের করেছেন লেহবিব। ছবি: টাটেহ্ লেহবিব বারিকার ট্যুইটার হ্যান্ডল থেকে সংগৃহীত।
7/12
ফেলে দেওয়া প্লাস্টিকের বোতলের মুখ পর্যন্ত বালি ভর্তি করা হয় প্রথমে। এমন ভাবে সেগুলি সাজাতে হয়, যাতে বোতলের নীচের অংশ দেওয়ালের বহির্ভাগে থাকে। এর পর সিমেন্ট দিয়ে ইঁট গাঁথার মতো করে কাদামাটি গুলে বোতলগুলি পর পর জুড়ে দেওয়াল তোলা হয়।   ছবি: টাটেহ্ লেহবিব বারিকার ট্যুইটার হ্যান্ডল থেকে সংগৃহীত।
ফেলে দেওয়া প্লাস্টিকের বোতলের মুখ পর্যন্ত বালি ভর্তি করা হয় প্রথমে। এমন ভাবে সেগুলি সাজাতে হয়, যাতে বোতলের নীচের অংশ দেওয়ালের বহির্ভাগে থাকে। এর পর সিমেন্ট দিয়ে ইঁট গাঁথার মতো করে কাদামাটি গুলে বোতলগুলি পর পর জুড়ে দেওয়াল তোলা হয়। ছবি: টাটেহ্ লেহবিব বারিকার ট্যুইটার হ্যান্ডল থেকে সংগৃহীত।
8/12
ইঁট সিমেন্টের পরিবর্তে বালিভর্তি বোতল এবং কাদামাটির মিশ্রণ দিয়ে দেওয়াল গাঁথলে, তা আরও মজবুত হয় বলে মত নির্মাণ বিশেষজ্ঞদের। এমনকি ভূমিকম্পেও এই বাড়ি ভেঙে পড়ে না বলে দেখা গিয়েছে। আবার গরমেও ঘর ঠান্ডা থাকে। চাইলে দেওয়ালে কাদা লেপে, তার উপর রংও করে নেওয়া যায়।   ছবি: টাটেহ্ লেহবিব বারিকার ট্যুইটার হ্যান্ডল থেকে সংগৃহীত।
ইঁট সিমেন্টের পরিবর্তে বালিভর্তি বোতল এবং কাদামাটির মিশ্রণ দিয়ে দেওয়াল গাঁথলে, তা আরও মজবুত হয় বলে মত নির্মাণ বিশেষজ্ঞদের। এমনকি ভূমিকম্পেও এই বাড়ি ভেঙে পড়ে না বলে দেখা গিয়েছে। আবার গরমেও ঘর ঠান্ডা থাকে। চাইলে দেওয়ালে কাদা লেপে, তার উপর রংও করে নেওয়া যায়। ছবি: টাটেহ্ লেহবিব বারিকার ট্যুইটার হ্যান্ডল থেকে সংগৃহীত।
9/12
প্রথমে নিজের ঠাকুমার জন্য এমন একটি বাড়ি তৈরি করেছেন লেহবিব। রাষ্ট্রপুঞ্জের শরণার্থী বিভাগের চোখে পড়ে বিষয়টি। তাতে লেহবিবকে ৬০ হাজার ডলার দেয় তারা আরও ২৫টি এমন বাড়ি তৈরির জন্য।   ছবি: টাটেহ্ লেহবিব বারিকার ট্যুইটার হ্যান্ডল থেকে সংগৃহীত।
প্রথমে নিজের ঠাকুমার জন্য এমন একটি বাড়ি তৈরি করেছেন লেহবিব। রাষ্ট্রপুঞ্জের শরণার্থী বিভাগের চোখে পড়ে বিষয়টি। তাতে লেহবিবকে ৬০ হাজার ডলার দেয় তারা আরও ২৫টি এমন বাড়ি তৈরির জন্য। ছবি: টাটেহ্ লেহবিব বারিকার ট্যুইটার হ্যান্ডল থেকে সংগৃহীত।
10/12
নাইজিরিয়ার মতো দেশে এই মুহূর্তে প্লাস্টিকের বোতল দিয়ে তৈরি এমন বাড়ি গজিয়ে উঠছে সর্বত্র। সাধারণত বাড়ি চৌকো হয়। কিন্তু প্লাস্টিকের বোতলে বালি ভরে যে বাড়ি তৈরি হচ্ছে, সেগুলে বৃত্তাকার। এক একটি বাড়ি তৈরি করতে ১৪ হাজার প্লাস্টিকের বোতলের প্রয়োজন পড়ে। তাতেও ইঁট-সিমেন্ট দিয়ে তৈরি বাড়ির চেয়ে এই বাড়ি তৈরির খরচ ৬৭ শতাংশ কম। এক একটি বাড়ি কমপক্ষে ৩০০ বছর টিকে থাকতে পারে।    ছবি: টাটেহ্ লেহবিব বারিকার ট্যুইটার হ্যান্ডল থেকে সংগৃহীত।
নাইজিরিয়ার মতো দেশে এই মুহূর্তে প্লাস্টিকের বোতল দিয়ে তৈরি এমন বাড়ি গজিয়ে উঠছে সর্বত্র। সাধারণত বাড়ি চৌকো হয়। কিন্তু প্লাস্টিকের বোতলে বালি ভরে যে বাড়ি তৈরি হচ্ছে, সেগুলে বৃত্তাকার। এক একটি বাড়ি তৈরি করতে ১৪ হাজার প্লাস্টিকের বোতলের প্রয়োজন পড়ে। তাতেও ইঁট-সিমেন্ট দিয়ে তৈরি বাড়ির চেয়ে এই বাড়ি তৈরির খরচ ৬৭ শতাংশ কম। এক একটি বাড়ি কমপক্ষে ৩০০ বছর টিকে থাকতে পারে। ছবি: টাটেহ্ লেহবিব বারিকার ট্যুইটার হ্যান্ডল থেকে সংগৃহীত।
11/12
নাইজিরিয়ার উন্নয়ন এবং পুনর্নবীকরণ বিভাগের আধিকারিক ইয়াহায়া আহমেদ জানিয়েছেন, বালি ভর্তি প্লাস্টিকের বোতলের ক্ষমতা ইঁটের চেয়ে ২০ গুণ বেশি। বোতলে বালি ভরে তিন তলা বাড়িও তৈরি করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।   ছবি: টাটেহ্ লেহবিব বারিকার ট্যুইটার হ্যান্ডল থেকে সংগৃহীত।
নাইজিরিয়ার উন্নয়ন এবং পুনর্নবীকরণ বিভাগের আধিকারিক ইয়াহায়া আহমেদ জানিয়েছেন, বালি ভর্তি প্লাস্টিকের বোতলের ক্ষমতা ইঁটের চেয়ে ২০ গুণ বেশি। বোতলে বালি ভরে তিন তলা বাড়িও তৈরি করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। ছবি: টাটেহ্ লেহবিব বারিকার ট্যুইটার হ্যান্ডল থেকে সংগৃহীত।
12/12
পরিবেশ দূষণ এবং জলবায়ু পরিবর্তনের জন্য প্লাস্টিককেই মূলত দায়ী করেন পরিবেশবিদ এবং বিজ্ঞানীরা। প্রতি বছর সাগর মহাসাগরের জলে ৮০ লক্ষ টন প্লাস্টিক ফেলা হয় বলে পরিসংখ্যান সামনে এসেছে। এর মধ্যে নাইজিরিয়াতেই বছরে ২৫ লক্ষ টন প্লাস্টিক বর্জ্য মেলে। তাই প্লাস্টিকের বোতল দিয়ে বাড়ি তৈরির এই ভাবনা পৃথিবীকে সুস্থ করে তুলতে পারে বলে আশাবাদী পরিবেশ এবং বিজ্ঞান সচেতন মানুষজন।    ছবি: টাটেহ্ লেহবিব বারিকার ট্যুইটার হ্যান্ডল থেকে সংগৃহীত।
পরিবেশ দূষণ এবং জলবায়ু পরিবর্তনের জন্য প্লাস্টিককেই মূলত দায়ী করেন পরিবেশবিদ এবং বিজ্ঞানীরা। প্রতি বছর সাগর মহাসাগরের জলে ৮০ লক্ষ টন প্লাস্টিক ফেলা হয় বলে পরিসংখ্যান সামনে এসেছে। এর মধ্যে নাইজিরিয়াতেই বছরে ২৫ লক্ষ টন প্লাস্টিক বর্জ্য মেলে। তাই প্লাস্টিকের বোতল দিয়ে বাড়ি তৈরির এই ভাবনা পৃথিবীকে সুস্থ করে তুলতে পারে বলে আশাবাদী পরিবেশ এবং বিজ্ঞান সচেতন মানুষজন। ছবি: টাটেহ্ লেহবিব বারিকার ট্যুইটার হ্যান্ডল থেকে সংগৃহীত।

আরও জানুন বিজ্ঞান

আরও দেখুন
Sponsored Links by Taboola
Advertisement

লাইভ টিভি

ABP Live TV
ABP আনন্দ
ABP અસ્મિતા
ABP ਸਾਂਝਾ
ABP न्यूज़
ABP माझा
POWERED BY
sponsor
Advertisement

সেরা শিরোনাম

Maruti India Merger : মারুতি সুজুকি ইন্ডিয়ার সঙ্গে জুড়ে যাচ্ছে এই কোম্পানি, NCLT দিল অনুমোদন
মারুতি সুজুকি ইন্ডিয়ার সঙ্গে জুড়ে যাচ্ছে এই কোম্পানি, NCLT দিল অনুমোদন
Special Feature: ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে রয়েছে শাড়ি, সেই ভাবনাকেই শ্রদ্ধাঞ্জলি ঐশ্বর্যা রায় সরকারের
Special Feature: ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে রয়েছে শাড়ি, সেই ভাবনাকেই শ্রদ্ধাঞ্জলি ঐশ্বর্যা রায় সরকারের
UPI Update: ইন্টারনেট ছাড়াই UPI এর মাধ্যমে টাকা পাঠাতে পারবেন, জেনে নিন পুরো প্রক্রিয়া
ইন্টারনেট ছাড়াই UPI এর মাধ্যমে টাকা পাঠাতে পারবেন, জেনে নিন পুরো প্রক্রিয়া
Emergency Fund : জরুরি তহবিল লাগলেও এই ভুল করবেন না ! অন্যথায় বড় ক্ষতি হতে পারে
জরুরি তহবিল লাগলেও এই ভুল করবেন না ! অন্যথায় বড় ক্ষতি হতে পারে
Advertisement
Advertisement
ABP Premium

ভিডিও

WB SIR News : কীভাবে SIR ফর্ম জমা, দুশ্চিন্তায় বিভিন্ন জেলার ৬ আবাসিক I Basirhat News
Swargaram Plus LIVE : রাজ্যজুড়ে ডেঙ্গি উদ্বেগের মধ্যেই প্লেটলেটের আকাল
Swargaram Plus LIVE: SIR আতঙ্কে মৃত্যুর অভিযোগ। আজও মৃতদের বাড়িতে তৃণমূল নেতৃত্ব
Swargaram Plus LIVE: এবার এসআইআর-এর চাপে ব্রেন স্ট্রোকে BLO-র মৃত্যুর অভিযোগ
Chokh Bhanga Chota: 'ফর্ম বিলি নিয়ে চাপ দেওয়া হচ্ছিল BDO অফিস থেকে', অভিযোগ মৃতা BLO-র স্বামীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Maruti India Merger : মারুতি সুজুকি ইন্ডিয়ার সঙ্গে জুড়ে যাচ্ছে এই কোম্পানি, NCLT দিল অনুমোদন
মারুতি সুজুকি ইন্ডিয়ার সঙ্গে জুড়ে যাচ্ছে এই কোম্পানি, NCLT দিল অনুমোদন
Special Feature: ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে রয়েছে শাড়ি, সেই ভাবনাকেই শ্রদ্ধাঞ্জলি ঐশ্বর্যা রায় সরকারের
Special Feature: ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে রয়েছে শাড়ি, সেই ভাবনাকেই শ্রদ্ধাঞ্জলি ঐশ্বর্যা রায় সরকারের
UPI Update: ইন্টারনেট ছাড়াই UPI এর মাধ্যমে টাকা পাঠাতে পারবেন, জেনে নিন পুরো প্রক্রিয়া
ইন্টারনেট ছাড়াই UPI এর মাধ্যমে টাকা পাঠাতে পারবেন, জেনে নিন পুরো প্রক্রিয়া
Emergency Fund : জরুরি তহবিল লাগলেও এই ভুল করবেন না ! অন্যথায় বড় ক্ষতি হতে পারে
জরুরি তহবিল লাগলেও এই ভুল করবেন না ! অন্যথায় বড় ক্ষতি হতে পারে
Dividend Stocks: প্রতি স্টকে পাবেন ৯০ টাকা, ডিভিডেন্ড ঘোষণা করেছে এই কোম্পানি, কবে রেকর্ড ডেট ?
প্রতি স্টকে পাবেন ৯০ টাকা, ডিভিডেন্ড ঘোষণা করেছে এই কোম্পানি, কবে রেকর্ড ডেট ?
EPFO Update : পিএফে বড় খবর, চাকরি বদলালেই এবার নতুন অ্যাকাউন্টে টাকা ! সমস্যার সমাধান করবে EPFO
পিএফে বড় খবর, চাকরি বদলালেই এবার নতুন অ্যাকাউন্টে টাকা ! সমস্যার সমাধান করবে EPFO
Sourav On Richa Ghosh: ভারতের অধিনায়ক রিচা ঘোষ! ইডেনে দাঁড়িয়ে আব্দার করে বসলেন কিংবদন্তি ক্যাপ্টেন সৌরভ
ভারতের অধিনায়ক রিচা ঘোষ! ইডেনে দাঁড়িয়ে আব্দার করে বসলেন কিংবদন্তি ক্যাপ্টেন সৌরভ
Delhi's Air Quality : 'রেড জোনে' দিল্লি, বাতাসের গুণগত মান আরও খারাপ পর্যায়ে পৌঁছাল দিল্লিতে
'রেড জোনে' দিল্লি, বাতাসের গুণগত মান আরও খারাপ পর্যায়ে পৌঁছাল দিল্লিতে
Embed widget