এক্সপ্লোর
Plastic Bottle Homes: খরচ ন্যূনতম, হেসে-খেলে কেটে যাবে ৩০০ বছর, প্লাস্টিকের বোতল আর বালি সহায়, মাথার উপর ছাদ পাচ্ছেন গৃহহীনরা
Tateh Lehbib: মোটা টাকা ধসবেও না, টিকে থাকবে ৩০০ বছর। লেহবিবের দেখানো পথেই প্লাস্টিকের সমস্যা থেকে মুক্তির উপায় খুঁজছেন পরিবেশ এবং বিজ্ঞান সচেতন মানুষ জন।
ছবি: টাটেহ্ লেহবিব বারিকার ট্যুইটার হ্যান্ডল থেকে সংগৃহীত।
1/12

দিনভর হাড়ভাঙা পরিশ্রমের পর বাড়ি ফিরে নিশ্চিন্তে ঘুমাতে পারলে, আর কিছু চাই না আমরা। কিন্তু পৃথিবীতে এমন হাজার হাজার, লক্ষ লক্ষ মানুষ রয়েছেন, নিজের বাড়ি বলে কিছু নেই তাঁদের। ছবি: টাটেহ্ লেহবিব বারিকার ট্যুইটার হ্যান্ডল থেকে সংগৃহীত।
2/12

এত বড় পৃথিবীতে মাথা গোঁজার আশ্রয় না থাকা মোটেই কাম্য নয়। তাই গৃহহীনদের মাথার উপর ছাদ গড়ে তুলতে অভিনব উপায় বের করে করে ফেলেছেন পেশায় ইঞ্জিনিয়ার টাটেহ্ লেহবিব বারিকা। লক্ষ লক্ষ, কোটি কোটি টাকা খরচের প্রয়োজন নেই, বর্জ্য প্লাস্টিকের বোতল দিয়ে বাড়ি তৈরি করে খবরের শিরোনামে উঠে এসেছেন তিনি। ছবি: টাটেহ্ লেহবিব বারিকার ট্যুইটার হ্যান্ডল থেকে সংগৃহীত।
Published at : 17 Dec 2023 12:03 PM (IST)
আরও দেখুন






















