এই সাফারি পার্কেই তৈরি করা হয়েছে ‘গ্লাস ব্রিজ’। অ্যাডভেঞ্চারের নেশায় এই ‘গ্লাস ব্রিজে’ যাবেন বলে আশা পার্ক কর্তৃপক্ষের। এছাড়া এই পার্কে অত্যাধুনিক রোপওয়েও তৈরি হচ্ছে।
2/4
রাজগীরের এই জু সাফারি পার্ক তৈরির কাজ প্রায় শেষ। কেন্দ্রীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষ এই সাফারি পার্কের অনুমোদন দিয়েছে। নতুন বছরের শুরুতেই দর্শকদের জন্য খুলে দেওয়া হতে পারে এই পার্ক।
3/4
রাজগীরে একটি জু সাফারি পার্কও তৈরি হচ্ছে। এটি উত্তর-পূর্ব ভারতের সবচেয়ে আধুনিক সাফারি পার্ক হতে চলেছে। এই সাফারি পার্কে বিভিন্ন ধরনের জীবজন্তু থাকবে।
4/4
ঐতিহাসিক স্থাপত্য ও নিদর্শনের জন্য বিখ্যাত রাজগীর। এবার বিহারের এই অঞ্চলটি আরও এক নজির গড়ল। রাজগীরেই তৈরি হল বিহারের প্রথম ও দেশের দ্বিতীয় ‘গ্লাস ব্রিজ’।