এক্সপ্লোর
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
ICC Trophies: টি-২০ বিশ্বকাপ জয়ের পর আইসিসি ট্রফির নিরিখে সফলতম দলগুলির মধ্যে কত নম্বরে ভারত?
ICC Trophies Record: এখনও পর্যন্ত মাত্র আটটি দলই শীর্ষস্তরের কোনও আইসিসি ট্রফি জয়ের স্বাদ পেয়েছে।
![ICC Trophies Record: এখনও পর্যন্ত মাত্র আটটি দলই শীর্ষস্তরের কোনও আইসিসি ট্রফি জয়ের স্বাদ পেয়েছে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/07/02/5040bfea2d11e5015bdddee50c9bd3471719898007903507_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ক্যারিবিয়ানে বিশের বিশ্বকাপ হাতে ভারতীয় দল (ছবি: পিটিআই)
1/10
![সপ্তাহান্তে নিজেদের দ্বিতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ভারতীয় দল। ৬০ ওভার, ৫০ ওভার, ২০ ওভার, সব ধরনের সীমিত ওভারের বিশ্বকাপ জয়েরই কৃতিত্ব রয়েছে ভারতের দখলে। তবে ট্রফি জয়ের নিরিখে কিন্তু ভারত একে নয়।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/07/02/3fddec644d8b768d20a3b8c3db494a6a5657a.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
সপ্তাহান্তে নিজেদের দ্বিতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ভারতীয় দল। ৬০ ওভার, ৫০ ওভার, ২০ ওভার, সব ধরনের সীমিত ওভারের বিশ্বকাপ জয়েরই কৃতিত্ব রয়েছে ভারতের দখলে। তবে ট্রফি জয়ের নিরিখে কিন্তু ভারত একে নয়।
2/10
![আইসিসি ট্রফি জয়ের নিরিখে সফলতম ক্রিকেট দল অস্ট্রেলিয়া। বিগত তিন দশকে আইসিসি ট্রফি দাপট দেখিয়েছে অজ়িরা। জিতে নিয়েছে একে পর এক ট্রফি। তাঁদের দখলে মোট ১০টি আইসিসি খেতাব জয়ের কৃতিত্ব রয়েছে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/07/02/579d4ccee3c4c514a2f8fe748740244991b70.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
আইসিসি ট্রফি জয়ের নিরিখে সফলতম ক্রিকেট দল অস্ট্রেলিয়া। বিগত তিন দশকে আইসিসি ট্রফি দাপট দেখিয়েছে অজ়িরা। জিতে নিয়েছে একে পর এক ট্রফি। তাঁদের দখলে মোট ১০টি আইসিসি খেতাব জয়ের কৃতিত্ব রয়েছে।
3/10
![অজ়িরা ছয়টি ৫০ ওভারের বিশ্বকাপ, একটি টি-টোয়েন্টি বিশ্বকাপ, একটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ এবং দুইটি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে। অস্ট্রেলিয়াই একমাত্র দল যারা সব আইসিসি ট্রফি জিতেছে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/07/02/f24a10ecf3ab8fff9dde5c0b1fa36037d8e31.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
অজ়িরা ছয়টি ৫০ ওভারের বিশ্বকাপ, একটি টি-টোয়েন্টি বিশ্বকাপ, একটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ এবং দুইটি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে। অস্ট্রেলিয়াই একমাত্র দল যারা সব আইসিসি ট্রফি জিতেছে।
4/10
![দুইটি বিশের বিশ্বকাপ, দুইটি ওয়ান ডে বিশ্বকাপ এবং দুইটি চ্যাম্পিয়ন্স ট্রফি মিলিয়ে মোট ছয়টি আইসিসি ট্রফি জিতে তালিকায় দুই নম্বরে রয়েছে ভারতীয় দল।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/07/02/b30037bae55c2c25769f32c32a7a11499d0b0.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
দুইটি বিশের বিশ্বকাপ, দুইটি ওয়ান ডে বিশ্বকাপ এবং দুইটি চ্যাম্পিয়ন্স ট্রফি মিলিয়ে মোট ছয়টি আইসিসি ট্রফি জিতে তালিকায় দুই নম্বরে রয়েছে ভারতীয় দল।
5/10
![তিনে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ় দল। দুইবার করে ওয়ান ডে এবং ২০ ওভারের বিশ্বকাপ জয়ের কৃতিত্ব রয়েছে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের তারকাদের দখলে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/07/02/faeda04ba2b8b3fd2c77dd0f90f842dacde1e.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
তিনে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ় দল। দুইবার করে ওয়ান ডে এবং ২০ ওভারের বিশ্বকাপ জয়ের কৃতিত্ব রয়েছে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের তারকাদের দখলে।
6/10
![ক্রিকেট খেলাটির জন্মই ইংল্যান্ডে। তবে ইংরেজরা দীর্ঘদিন কোনও আইসিসি ট্রফি জিততেই পারেনি। ২০১০ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে সেই খরা কাটায় ইংল্যান্ড। ২০২২ সালে বিশের বিশ্বকাপও ইংল্যান্ডের দখলে যায়। ঘরের মাঠে ২০১৯ সালে ওয়ান ডে বিশ্বকাপ মিলিয়ে মোট তিনটি আইসিসি ট্রফি জিতেছে ইংল্যান্ড।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/07/02/94d190a63bd0d86d00e708b4ca5c28ef4a2c9.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ক্রিকেট খেলাটির জন্মই ইংল্যান্ডে। তবে ইংরেজরা দীর্ঘদিন কোনও আইসিসি ট্রফি জিততেই পারেনি। ২০১০ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে সেই খরা কাটায় ইংল্যান্ড। ২০২২ সালে বিশের বিশ্বকাপও ইংল্যান্ডের দখলে যায়। ঘরের মাঠে ২০১৯ সালে ওয়ান ডে বিশ্বকাপ মিলিয়ে মোট তিনটি আইসিসি ট্রফি জিতেছে ইংল্যান্ড।
7/10
![ভারতের পড়শি পাকিস্তানের দখলেও তিনটি আইসিসি ট্রফি জয়ের কৃতিত্ব রয়েছে। ১৯৯২ সালের ৫০ ওভারের বিশ্বকাপ, ২০০৯ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে ইমরান খান, ওয়াসিম আক্রম, শাহিদ আফ্রিদিদের দেশ।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/07/02/91f1a021b0fff56313c50243353d96e4bb808.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ভারতের পড়শি পাকিস্তানের দখলেও তিনটি আইসিসি ট্রফি জয়ের কৃতিত্ব রয়েছে। ১৯৯২ সালের ৫০ ওভারের বিশ্বকাপ, ২০০৯ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে ইমরান খান, ওয়াসিম আক্রম, শাহিদ আফ্রিদিদের দেশ।
8/10
![ভারতের পড়শি পাকিস্তানের দখলেও তিনটি আইসিসি ট্রফি জয়ের কৃতিত্ব রয়েছে। ১৯৯২ সালের ৫০ ওভারের বিশ্বকাপ, ২০০৯ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে ইমরান খান, ওয়াসিম আক্রম, শাহিদ আফ্রিদিদের দেশ।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/07/02/136ea77d38ee4cc09994bb686ef0f8df24bf8.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ভারতের পড়শি পাকিস্তানের দখলেও তিনটি আইসিসি ট্রফি জয়ের কৃতিত্ব রয়েছে। ১৯৯২ সালের ৫০ ওভারের বিশ্বকাপ, ২০০৯ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে ইমরান খান, ওয়াসিম আক্রম, শাহিদ আফ্রিদিদের দেশ।
9/10
![বিগত এক দশকে আইসিসি টুর্নামেন্টগুলিতে সবথেকে ধারাবাহিকভাবে পারফর্ম করা দলগুলির মধ্যে একটি হল নিউজ়িল্যান্ড। একাধিক বিশ্বকাপের ফাইনালে হারা কিউয়িরা এখনও পর্যন্ত দুইটি আইসিসি ট্রফি জিতেছে। ২০০০ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের দুই দশকেরও অধিক সময় পর ভারতকে হারিয়ে ২০২১ সালে টেস্টের সেরা হওয়ার খেতাব জেতে নিউজ়িল্যান্ড।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/07/02/30f23f2092e7cb988f98b078243a3ba60a81a.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
বিগত এক দশকে আইসিসি টুর্নামেন্টগুলিতে সবথেকে ধারাবাহিকভাবে পারফর্ম করা দলগুলির মধ্যে একটি হল নিউজ়িল্যান্ড। একাধিক বিশ্বকাপের ফাইনালে হারা কিউয়িরা এখনও পর্যন্ত দুইটি আইসিসি ট্রফি জিতেছে। ২০০০ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের দুই দশকেরও অধিক সময় পর ভারতকে হারিয়ে ২০২১ সালে টেস্টের সেরা হওয়ার খেতাব জেতে নিউজ়িল্যান্ড।
10/10
![এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে থেতাব জয়ের বড় সুযোগ হাতছাড়া করেছে দক্ষিণ আফ্রিকা। বারংবারই জয়ের কাছে এসেও সব গুবলেট করে ফেলার প্রোটিয়াদের প্রবণতা থেকেই তাঁদেরকে 'চোকার্স' তকমা দেওয়া হয়। তবে প্রোটিয়া বাহিনীও একটি আইসিসি ট্রফি জিতেছে। ১৯৯৮ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের কৃতিত্ব রয়েছে দক্ষিণ আফ্রিকার ঝুলিতে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/07/02/3750c95d841133f428c5be8bc8256ec477da5.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে থেতাব জয়ের বড় সুযোগ হাতছাড়া করেছে দক্ষিণ আফ্রিকা। বারংবারই জয়ের কাছে এসেও সব গুবলেট করে ফেলার প্রোটিয়াদের প্রবণতা থেকেই তাঁদেরকে 'চোকার্স' তকমা দেওয়া হয়। তবে প্রোটিয়া বাহিনীও একটি আইসিসি ট্রফি জিতেছে। ১৯৯৮ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের কৃতিত্ব রয়েছে দক্ষিণ আফ্রিকার ঝুলিতে।
Published at : 02 Jul 2024 11:44 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
ক্রিকেট
Advertisement
ট্রেন্ডিং
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)