এক্সপ্লোর
IND vs SL: ঋষভ না রাহুল, কে কিপার-ব্যাটার হিসাবে সুযোগ পাবেন ভারতীয় ওয়ান ডে দলে? কী বলছে পরিসংখ্যান?
Indian Cricket Team: অধিনায়ক রোহিত শর্মা জানিয়েছেন দুই তারকাই ম্যাচ উইনার। তবে আগেভাগে কিছু নয়, কোচের সঙ্গে তিনি কথা বলবেন এই বিষয়ে এবং ম্যাচের দিনই দুই তারকার কে একাদশে সুযোগ পাবেন, তা জানা যাবে।

পন্থ না রাহুল, কার ভাগ্যে শিকে ছিঁড়বে? (ছবি: পিটিআই)
1/10

শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ় শুরুর আগে ভারতীয় শিবির তথা অধিনায়ক রোহিত ও কোচ গৌতম গম্ভীরকে যে বিষয়টা সবথেকে বেশি ভাবাবে, তা হল ভারতের উইকেটকিপার কে হবেন?
2/10

দীর্ঘদিন চোটের কারণে ঋষভ পন্থ মাঠের বাইরে ছিলেন। সেইসময় কেএল রাহুলই ভারতীয় ওয়ান ডে দলের কিপিংয়ের দায়িত্ব সামলেছেন। গত বছর ৫০ ওভারের বিশ্বকাপেও রাহুলকেই ভারতের হয়ে কিপিং করতে দেখা গিয়েছিল।
3/10

আবার ঋষভ পন্থ টি-টোয়েন্টি বিশ্বকাপের মাধ্যমে যখন ভারতীয় দলে প্রত্যাবর্তন ঘটালেন, তখন ছিলেন না রাহুল। তিনি বিশের বিশ্বকাপ দলে সুযোগ পাননি। তবে শ্রীলঙ্কা সিরিজ়ে দুইজনেই দলে রয়েছেন।
4/10

তাই পন্থ না রাহুল, কাকে কিপার-ব্যাটার হিসাবে দলে সুযোগ দেওয়া হবে, তা ভাবাচ্ছে ভারতীয় টিম ম্যানেজমেন্টকে। ভারতীয় অধিনায়ক প্রথম ওয়ান ডে ম্যাচের আগে এই বিষয়ে কথা বলতে গিয়ে জানান, 'আমায় এই বিষয়ে কোচের সঙ্গে কথা বলতে হবে। আমরা যখন ম্যাচ খেলতে মাঠে নামব, তখনই আপনারা সবটা দেখতে পাবেন। সিদ্ধান্তটা বেশ কঠিন হবে, কারণ দুইজনে ভাল খেলোয়াড় এবং ম্যাচ উইনার।'
5/10

কাকে সুযোগ দেবে টিম ম্যানেজমেন্ট? পরিসংখ্যান কী বলছে? রাহুল ও পন্থের মধ্যে কে এগিয়ে, কে পিছিয়ে?
6/10

কেএল রাহুল এখনও পর্যন্ত ৭৫টি ওয়ান ডে ম্যাচ খেলে ৫০.৩৫ গড়ে মোট ২৮২০ রান করেছেন। তাঁর স্ট্রাইক রেট ৮৭.৫৫। সাতটি শতরান ও ১৮টি অর্ধশতরান করার কৃতিত্ব রয়েছে তাঁর দখলে।
7/10

কিপার-ব্যাটার হিসাবে তো রাহুলের ব্যাটিং পরিসংখ্যান আরও ভাল। দেশের যে ৩৫টি ওয়ান ডে ম্যাচে কিপিং করেছেন রাহুল, সেই ম্য়াচগুলিতে ৫৮.৯১ গড়ে দুই সেঞ্চুরি ও ১০টি হাফসেঞ্চুরি সমেত মোট ১৩৫৫ রান করেছেন। উইকেটের পিছনে ৪৮টি সাফল্যও রয়েছে তাঁর।
8/10

পন্থ সেখানে ৩০টি ওয়ান ডেতে ৩৪.৬০ গড় ও ১০৬.৬৫ স্ট্রাইক রেটে ৮৬৫ রান করেছেন। একটি সেঞ্চুরি ও পাঁচটি অর্ধশতরান এসেছে তাঁর ব্যাট থেকে।
9/10

চোটের আগে ২০২২ সালে পন্থের ওয়ান ডে পারফরম্যান্স কিন্তু বেশ ভাল ছিল। তিনি ১২ ম্যাচে মোট ৩৩৬ রান করেছিলেন। ম্য়াঞ্চেস্টারে এখনও পর্যন্ত কেরিয়ারের একমাত্র ওয়ান ডে সেঞ্চুরিটিও মারেন তিনি।
10/10

এবার দেখার পন্থ না রাহুল, কে সুযোগ পান ভারতীয় ওয়ান ডে দল। দুই তারকার একজনকে শুধু ব্যাটার এবং অপরজনকে কিপার-ব্যাটার হিসালবে খেলিয়ে দুইজনকেই একাদশে রাখার সুযোগও কিন্তু রয়েছে টিম ইন্ডিয়ার সামনে।
Published at : 02 Aug 2024 11:14 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement
ট্রেন্ডিং
