এক্সপ্লোর
IND vs BAN 1st T20I: ধোপে টিকল না বাংলাদেশ, নিজেদের টি-২০ ইতিহাসে সবথেকে বড় জয় ভারতের
India vs Bangladesh: বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টি-২০-তে সাত উইকেট ও ৪৯ ব বাকি রেখে জয় পেল ভারত।

গ্বালিয়রে জিতে সিরিজ়ে এগিয়ে গেল ভারত (ছবি: পিটিআই)
1/11

টেস্ট সিরিজ়ে বাংলাদেশেকে হোয়াইটওয়াশ করার পর টি-টোয়েন্টি সিরিজ়ের শুরুটাও দুরন্তভাবে করল ভারত।
2/11

অলরাউন্ড পারফরম্যান্সে বাংলাদেশকে সাত উইকেটে পরাজিত করল টিম ইন্ডিয়া।
3/11

এদিন ভারতের হয়ে নীতীশ রেড্ডি ও ময়ঙ্ক যাদব, দুই তরুণ তুর্কি নিজেদের অভিষেক ঘটান। দলে বহুদিন পর ফেরেন বরুণ চক্রবর্তীও।
4/11

ম্যাচের প্রথম ওভারেই অধিনায়ক সূর্যকুমার যাদবের ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্তকে সঠিক বলে প্রমাণ করেন অর্শদীপ সিংহ। বাংলাদেশের লিটন দাসকে ফেরান তিনি। আরেক ওপেনার পারভেজও অর্শদীপেরই শিকার হন।
5/11

এই ম্যাচে গতির সওদাগর ময়ঙ্ক যাদবের দিকে সকলেরই নজর ছিল। তিনি নিজের প্রথম আন্তর্জাতিক ওভারে মেডেন দেন। পরের ওভারেই মাহমুদুল্লাহকে ফিরিয়ে পান প্রথম সাফল্য।
6/11

বাংলাদেশ মিডল অর্ডারকে নিষ্ক্রিয় করেন বরুণ চক্রবর্তী। প্রত্যাবর্তন ম্যাচে তাঁর সংগ্রহ তিন উইকেট।
7/11

বরুণের পাশাপাশি অর্শদীপও তিন উইকেট নিয়ে বাংলাদেশকে ১২৭ রানে অল আউট করে দেন।
8/11

জবাবে ব্যাট করতে নেমে অভিষেক শর্মা দুরন্ত শুরু করলেও বোঝাপড়ার অভাবে তাঁকে ১৬ রানে রান আউট হয়ে সাজঘরে ফিরে যেতে হয়।
9/11

তবে সঞ্জু স্যামসন ও সূর্যকুমার যাদব ইনিংসকে স্থিরতা প্রদান করেন। দুইজনেই ২৯ রান করেন। যোগ করেন ৪০ রান।
10/11

ইনিংস শেষটা দুরন্ত ৩৯ রানের ইনিংসে করেন হার্দিক পাণ্ড্য। ৪৯ বল বাকি থাকতেই জয় পায় টিম ইন্ডিয়া। এটি বলের নিরিখে বিশ ওভারের ক্রিকেটে ভারতের সবথেকে বড় জয়। ছবি-বিসিসিআই, পিটিআই
11/11

image 11
Published at : 07 Oct 2024 12:33 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
বিনোদনের
জেলার
খবর
জেলার
Advertisement
ট্রেন্ডিং
