এক্সপ্লোর
Yuzvendra Chahal Divorce: নাচের ক্লাসে প্রেম, বিয়ে, বিচারপতি ৪৫ মিনিট বোঝালেও ডিভোর্সের সিদ্ধান্তে অনড় দম্পতি!
Yuzvendra Chahal Dhanashree Verma Divorce: বৃহস্পতিবার বান্দ্রা ফ্যামিলি কোর্টে দুজনের বিচ্ছেদ হয়ে গিয়েছে, খবর সূত্রের। দুজনই সোশ্যাল মিডিয়ায় ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে পোস্ট করেছেন।

বিচ্ছেদ হয়ে গেল চাহাল-ধনশ্রীর! - ইনস্টাগ্রাম
1/10

করোনার প্রাদুর্ভাবে তখন গোটা দুনিয়া কাঁপছে। ঘরবন্দি ভারতও।
2/10

লকডাউনের সেই পর্বেই ধনশ্রী বর্মার নাচের ভিডিও সোশ্যাল মিডিয়ায় দেখেন ক্রিকেটার যুজবেন্দ্র চাহাল। মুগ্ধ হয়ে যান হরিয়ানার লেগস্পিনার।
3/10

ধনশ্রী পেশায় দন্ত চিকিৎসক। নেশা নাচ। কোরিওগ্রাফিও করেন। ওয়ান ডে বিশ্বকাপের অ্যান্থেমে রণবীর সিংহের সঙ্গে নাচতে দেখা গিয়েছিল।
4/10

চাহালের প্রস্তাবে তাঁকে নাচ শেখাতে রাজি হয়ে যান ধনশ্রী। সেই থেকে সম্পর্কের সূত্রপাত।
5/10

দুজনের প্রেম পায় পরিণতি। গুরগাঁওয়ে এক ঘরোয়া অনুষ্ঠানে সাত পাকে বাঁধা পড়েন দুজনে।
6/10

সোশ্যাল মিডিয়ায় ভীষণ সক্রিয় দুই তারকাই। প্রায়ই একসঙ্গে নাচের ভিডিও পোস্ট করতেন।
7/10

ভারতের ম্যাচ হোক বা আইপিএল, খেলা দেখতে গ্যালারিতে হাজির হয়ে যেতেন সুন্দরী ধনশ্রী। গ্যালারি হয়ে উঠত আরও রঙিন।
8/10

তবে বেশ কয়েক মাস ধরেই দম্পতির বিচ্ছেদের জল্পনা চলছিল। শোনা যাচ্ছিল, প্রায় দেড় বছর একসঙ্গে থাকছেন না দুজনে।
9/10

অবশেষে বৃহস্পতিবার বান্দ্রা ফ্যামিলি কোর্টে দুজনের বিচ্ছেদ হয়ে গিয়েছে, খবর সূত্রের। দুজনই সোশ্যাল মিডিয়ায় ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে পোস্ট করেছেন।
10/10

শোনা যাচ্ছে, বিচারপতি দুজনকে ৪৫ মিনিট ধরে বোঝান। কিন্তু তাতেও লাভ হয়নি। ডিভোর্সের সিদ্ধান্তে অনড় ছিলেন। যুজবেন্দ্র ও ধনশ্রী নাকি জানিয়েছেন, মতের অমিলই এর কারণ। অবশেষে বিকেল ৪.৩০ মিনিটে ডিভোর্সের রায় দেন বিচারপতি। ছবি - ধনশ্রীর ইনস্টাগ্রাম থেকে নেওয়া
Published at : 21 Feb 2025 12:59 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
খুঁটিনাটি
জেলার
জেলার
Advertisement
ট্রেন্ডিং
