এক্সপ্লোর
Champions Trophy: ধোনি পাকিস্তানের অধিনায়ক? তাতেও লাভ হতো না, প্রবল ক্ষুব্ধ প্রাক্তন তারকা
Sana Mir On Dhoni: বাংলাদেশের বিরুদ্ধে পাকিস্তানের গ্রুপ পর্বের শেষ ম্যাচ এখন নিয়মরক্ষার। গ্রুপ এ থেকে ভারত ও নিউজ়িল্যান্ড সেমিফাইনালে পৌঁছেই গিয়েছে।

ধোনিও পাক দলের উন্নতি ঘটাতে পারতেন না, মত সানার। - গেটি ইমেজেস
1/10

চ্যাম্পিয়ন্স ট্রফিতে গতবারের চ্যাম্পিয়ন দল তারা। পাকিস্তানের সামনে এবার ছিল খেতাব রক্ষার লড়াই।
2/10

চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক দেশও পাকিস্তান। কিন্তু গ্রুপ পর্ব থেকেই মহম্মদ রিজওয়ানদের বিদায় নিশ্চিত হয়ে গিয়েছে।
3/10

নিউজ়িল্যান্ড ও ভারত - পরপর দুই দেশের কাছে হেরে বিদায় নিতে হয়েছে পাকিস্তানকে। তারপরই পাক দলকে কাঠগড়ায় তুলেছেন সে দেশের তারকা মহিলা ক্রিকেটার সানা মীর।
4/10

পাকিস্তানের মহিলা ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সানা মীর জানিয়েছেন, কিংবদন্তি মহেন্দ্র সিংহ ধোনিকে অধিনায়ক হিসাবে নিয়ে এলেও পাকিস্তান ক্রিকেটের ছবিটা বদলাবে না।
5/10

অধিনায়ক হিসাবে বিরল সব মাইলফলক গড়েছেন ধোনি। তিনিই বিশ্বের একমাত্র অধিনায়ক, যাঁর ওয়ান ডে ও টি-২০ বিশ্বকাপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফি হাতে তোলার সৌভাগ্য হয়েছিল।
6/10

গোটা বিশ্ব তাঁকে কুর্নিশ করত ক্যাপ্টেন কুল নামে। অথচ ধোনি অধিনায়ক হিসাবে দায়িত্বে এলেও পাকিস্তান ক্রিকেটের ছবিটা বদলাবে না বলে দাবি সানা মীরের।
7/10

সানা মীর বলেছেন, 'আমি ভারত-পাকিস্তান ম্যাচ দেখছিলাম। এক বন্ধু মেসেজ করে বলে যে, ভারত ১০০/২, আর কিছু হওয়ার নেই। আমি ওকে বলেছিলাম, ম্যাচ সেদিনই খতম হয়ে গিয়েছিল, যেদিন পাকিস্তানের দল ঘোষণা করা হয়েছিল।'
8/10

সানা জানিয়েছেন, যে ১৫ জনকে নিয়ে দল তৈরি করা হয়েছিল, তারপর সেই দলের নেতৃত্বের দায়িত্বে মহেন্দ্র সিংহ ধোনি কিংবা ইউনুস খানকে দিয়ে দিলেও ছবি পাল্টাত না।
9/10

সানার কথায়, 'প্রথম দিন থেকে বলে আসছি, দল ঘোষণার দিনই আমরা টুর্নামেন্ট অর্ধেক হেরে গিয়েছিলাম। নির্বাচকেরা জানতেন যে, পাকিস্তানকে অন্তত একটা ম্যাচ দুবাইয়ে খেলতে হবে। সেখানে কী করে দুজন অনি.মিত স্পিনারকে দলে রাখা হল?'
10/10

বাংলাদেশের বিরুদ্ধে পাকিস্তানের গ্রুপ পর্বের শেষ ম্যাচ এখন নিয়মরক্ষার। গ্রুপ এ থেকে ভারত ও নিউজ়িল্যান্ড সেমিফাইনালে পৌঁছেই গিয়েছে। ছবি - গেটি ইমেজেস, পিটিআই ও এক্স
Published at : 26 Feb 2025 09:30 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
জেলার
আইপিএল
মালদা
Advertisement
ট্রেন্ডিং
