এক্সপ্লোর
IND vs SL: হারের মুখ থেকে কীভাবে শ্রীলঙ্কার বিরুদ্ধে জিতল ভারত? তৃতীয় টি-২০-র টার্নিং পয়েন্ট কোনটি?
India vs Sri Lanka: তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ়ে শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করে শুরু হল নেতা সূর্যকুমার ও গুরু গম্ভীর জমানা।

হারের মুখ থেকে জয় ছিনিয়ে নিল ভারত (ছবি: পিটিআই)
1/10

পাল্লেকেলের ভেজা মাঠে টস জিতে নিয়মরক্ষার তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। বোলারদের দাপটে দুরন্তভাবে শুরু করে শ্রীলঙ্কা। শুভমন গিল একদিকে লড়াই করলেও, ৫০ রানের গণ্ডি পার করার আগেই পাঁচ উইকেট হারিয়ে ফেলে ভারত।
2/10

শুভমন গিলের ৩৯ রান ও লোয়ার অর্ডারে রিয়ান পরাগের ২৬ এবং ওয়াশিংটন সুন্দরের ২৫ রানের ইনিংসে ভর করে ভারতীয় দল নয় উইকেটে ১৩৭ রান তোলে।
3/10

১৩৮ রান তাড়া করতে নেমে পাথুম নিসঙ্কা ও কুশল মেন্ডিস ৫৮ রানের ওপেনিং পার্টনারশিপ গড়েন। তারপর দুই কুশল, মেন্ডিস ও পারেইরা ৫২ রান যোগ করেন। মাত্র এক উইকেটেই শতরানের গণ্ডি পার করে ফেলে শ্রীলঙ্কা। ভারতের জয়ের আশা ক্রমেই ক্ষীণ হয়ে আসছিল।
4/10

কিন্তু সেট মেন্ডিসকে ৪৩ রানে আউট করে ভারতের হয়ে ম্যাচে ফেরার হালকা আশা জাগান রবি বিষ্ণোই। ঠিক পরের ওভারেই সুন্দরের জোড়া সাফল্য। পর পর দুই বলে সাজঘরে ফেরেন হাসারাঙ্গা ও লঙ্কান অধিনায়ক চরিথ আসালঙ্কা।
5/10

শেষ দুই ওভারে শ্রীলঙ্কার জয়ের জন্য দরকার নয় রান। এমন সময় হঠাৎই স্পিন সহায়ক উইকেটে বল করতে আসেন রিঙ্কু সিংহ। নিজের দ্বিতীয় বলেই ৪৬ রানে ব্যাট করা কুশল পারেইরাকে আউট করেন তিনি। এটাই ম্যাচের টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ায়।
6/10

শেষ ওভারেও বল হাতে ছিল চমক। মহম্মদ সিরাজের এক ওভার বাকি থাকলেও, বল হাতে তুলে নেন অধিনায়ক সূর্যকুমার নিজে। ছয় রান ডিফেন্ড করে দলকে জেতাতে না পারলেও, মাত্র পাঁচ রান খরচ করে ম্যাচ সুপার ওভারে নিয়ে যান তিনি। নেন দুই উইকেটও।
7/10

এরপর সুপার ওভারে ওয়াশিংটন সুন্দরের দুরন্ত বোলিং। পরপর দুই বলে আউট কুশল পারেইরা, নিসাঙ্কা। ছয়টা বলও পুরো খেলতে পারেনি শ্রীলঙ্কা।
8/10

মাত্র তিন রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে প্রথম বলেই চার মেরে ভারতকে ম্যাচ জিতিয়ে দেন অধিনায়ক সূর্যকুমার।
9/10

শেষ ৩০ বলে শ্রীলঙ্কার জয়ের জন্য ৩০ রান বাকি থাকলেও, হারের মুখ থেকে জয় ছিনিয়ে নেয় সূর্যকুমারের নেতৃত্বাধীন দল। সিরিজ় জেতে ৩-০ ব্যবধানে।
10/10

দ্বীপরাষ্ট্রে গুরু গম্ভীর ও নেতা সূর্যর জমানা যে দারুণভাবে শুরু হল, তা বলাই বাহুল্য। ছবি- পিটিআই ও বিসিসিআই
Published at : 31 Jul 2024 08:13 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
জেলার
আইপিএল
আইপিএল
Advertisement
ট্রেন্ডিং
