এক্সপ্লোর
Snehasish Ganguly Marriage: অভিমান ভুলে দাদার রিসেপশনে হাজির সৌরভ, কী পোশাক পরেছিলেন নবদম্পতি?
Indian Cricket Team: গঙ্গোপাধ্যায় পরিবার সূত্রে খবর, খুব ঘনিষ্ঠ সীমিত সংখ্যক লোকজনই আমন্ত্রিত ছিলেন রিসেপশন অনুষ্ঠানে। অতিথিদের সঙ্গে বেশ কিছুক্ষণ সময় কাটান সৌরভ।

স্নেহাশিস-অর্পিতার রিসেপশনে হাজির সৌরভ। - নিজস্ব চিত্র
1/10

আইনি বিয়ে সেরেছিলেন কয়েকদিন আগে। বুধবার শহরের এক পাঁচতারা হোটেলে বসেছিল স্নেহাশিস গঙ্গোপাধ্যায় ও অর্পিতা চট্টোপাধ্যায়ের রিসেপশনের আসর।
2/10

দাদার বিয়েতে গরহাজির ছিলেন সৌরভ। বিয়ের দিন সৌরভের ঘনিষ্ঠ শিবির থেকে দাবি করা হয়েছিল যে, রিসেপশনেও সম্ভবত থাকবেন না সৌরভ।
3/10

এ-ও বলা হয়েছিল যে, রিসেপশনের নিমন্ত্রণপত্রে সৌরভ ও ডোনার নাম ছাপা হয়েছে তাঁদের না জানিয়ে। শহরে থেকেও বিয়ের অনুষ্ঠান এড়িয়ে গিয়েছিলেন ডোনা।
4/10

তবে অভিমান ভুলে বুধবার দাদার দ্বিতীয় বিয়ের রিসেপশনে হাজির ছিলেন সৌরভ। তবে স্ত্রী ডোনা বা কন্যা সানাকে দেখা যায়নি অনুষ্ঠানে।
5/10

রিসেপশনে স্নেহাশিস পরেছিলেন আইভরি রংয়ের শেরওয়ানি ও পাজামা। অর্পিতার পরনে ছিল গোলাপি শেডের জরির পাড় দেওয়া জমকালো শাড়ি। সঙ্গে চোখধাঁধানো নেকলেস। খোঁপায় বেঁধেছিলেন জুঁই ফুলের মালা।
6/10

গঙ্গোপাধ্যায় পরিবার সূত্রে খবর, খুব ঘনিষ্ঠ সীমিত সংখ্যক লোকজনই আমন্ত্রিত ছিলেন রিসেপশন অনুষ্ঠানে। অতিথিদের সঙ্গে বেশ কিছুক্ষণ সময় কাটান সৌরভ।
7/10

বিয়ের দিন দেখা গিয়েছিল প্রাক্তন ক্রিকেট কর্তা, প্রয়াত জগমোহন ডালমিয়ার কন্যা বৈশালী ডালমিয়াকে। রিসেপশনেও ছেলেকে নিয়ে হাজির ছিলেন বৈশালী।
8/10

বৈশালী পরেছিলেন কালো রংয়ের শাড়ি। সঙ্গে মানানসই গয়না।
9/10

আমন্ত্রিতদের তালিকায় ছিলেন বাংলা তথা জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটার অরুণ লাল। স্ত্রী বুলবুলকে নিয়ে হাজির হয়েছিলেন বাংলা ক্রিকেটের লালজি।
10/10

প্রথম স্ত্রী মোম গঙ্গোপাধ্যায়ের সঙ্গে বিচ্ছেদের পর স্নেহাশিসের এটি দ্বিতীয় বিয়ে। অর্পিতাও ব্যবসায়ী সুব্রত বণিকের সঙ্গে বিচ্ছেদের পর স্নেহাশিসকে বেছে নিয়েছেন নতুন জীবনসঙ্গী হিসাবে। ছবি - নিজস্ব চিত্র
Published at : 08 Aug 2024 02:52 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
অফবিট
আইপিএল
জেলার
আইপিএল
Advertisement
ট্রেন্ডিং
