এক্সপ্লোর
WTC Final 2023: চাই ১০৪ রান, টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালেই সর্বকালীন রেকর্ড গড়ার হাতছানি কোহলির সামনে
ICC Finals: ওয়ান ডে, টি-টোয়েন্টি, চ্যাম্পিয়ন্স ট্রফি এবং টেস্ট বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনাল মিলিয়ে সর্বাধিক রানসংগ্রাহকের তালিকা এক নজরে।

বিরাট কীর্তিমান গড়ার হাতছানি কোহলির সামনে (ছবি: বিসিসিআই ট্যুইটার)
1/8

২০০৭ ও ২০১১ সালে ভারতের দুই বিশ্বকাপ জয়েই গৌতম গম্ভীর দুরন্ত পারফর্ম করেন। তিনি আইসিসি ফাইনালে মাত্র দুই ইনিংসে ১৭২ রান করেছেন।
2/8

নিজের সময়ে ব্যাট হাতে বোলারদের শাসন করতেন ভিভ রিচার্ডস। তাঁকে অনেকে সর্বকালের সেরা ব্যাটারও মনে করেন। ভিভ আইসিসি ফাইনালে তিন ইনিংসে ১৭৬ রান করেছেন।
3/8

২০১১ সালের বিশ্বকাপজয়ী তারকা বিরাট কোহলি ছয় ইনিংসে ২১৭ রান করেছেন। তবে আসন্ন টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে তাঁর সামনে সবাইকে ছাপিয়ে যাওয়ার সুযোগ রয়েছে।
4/8

কোহলি বাদে এই তালিকায় বর্তমানে খেলা চালিয়ে যাওয়া একমাত্র ক্রিকেটার কেন উইলিয়ামসন। তিনি পাঁচ ফাইনালে ২২৭ রান করেছেন।
5/8

আইসিসি ট্রফি জয়ের নিরিখে অধিনায়ক রিকি পন্টিংয়ের রেকর্ড ঈর্ষণীয়। প্রাক্তন অজি অধিনায়ক কিন্তু ছয় ইনিংসে ২৪৭ রান করে দলকে বরাবরই সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন।
6/8

পন্টিংয়ের অজি দলের বিশ্বস্ত সৈনিক ছিলেন অ্যাডাম গিলক্রিস্ট। কিংবদন্তি অজি মাত্র চারটি ফাইনাল খেলে ২৬২ রান করেছেন।
7/8

তালিকার শীর্ষে দুই শ্রীলঙ্কান তারকা। প্রথমে আসেন মাহেলা জয়বর্ধনে। তিনি সাত ম্যাচে ২৭০ রান করেছেন।7
8/8

আর সবার প্রথমে জয়বর্ধনের বন্ধু ও দীর্ঘদিনের সতীর্থ, আইসিসি হল অফ ফেমার কুমার সাঙ্গাকারা। তিনি সাতটি আইসিসি ফাইনালে মোট ৩২০ রান করেছেন।
Published at : 01 Jun 2023 08:32 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
জেলার
আইপিএল
প্রযুক্তি
Advertisement
ট্রেন্ডিং
