এক্সপ্লোর
(Source: ECI | ABP NEWS)
Cristiano Ronaldo: বিশ্বের অন্যতম ধনী ফুটবলার, ছেলের আই ফোন কিনে দেওয়ার বায়না মেটাননি রোনাল্ডো
CR7: একটি পরিসংখ্যান বলছে, প্রত্যেক সেকেন্ডে রোনাল্ডোর আয় ৬.৭৮ ডলার। ভারতীয় মুদ্রায় প্রায় ৫৭০ টাকা। তবে ছেলের দামি মোবাইল ফোন কিনে দেওয়ার বায়না মেটাননি রোনাল্ডো।
ছেলের সঙ্গে সি আর সেভেন। ছবি - রোনাল্ডোর ফেসবুক
1/10

তিনি শুধু বিশ্বের অন্যতম সেরা ফুটবলারই নন, অন্যতম ধনী ক্রীড়াবিদও।
2/10

তিনি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। পর্তুগালের ফুটবল দলের মহাতারকা।
3/10

আন্তর্জাতিক ফুটবলে বিশ্বের সর্বকালের সর্বোচ্চ স্কোরার সি আর সেভেন। এখন খেলছেন সৌদি আরব লিগের দল আল নাসর-এ।
4/10

একটি পরিসংখ্যান বলছে, প্রত্যেক সেকেন্ডে রোনাল্ডোর আয় ৬.৭৮ ডলার। ভারতীয় মুদ্রায় প্রায় ৫৭০ টাকা।
5/10

তবে ছেলের দামি মোবাইল ফোন কিনে দেওয়ার বায়না মেটাননি রোনাল্ডো। নিজেই একটি সাক্ষাৎকারে সে কথা জানিয়েছিলেন।
6/10

বড় ছেলে ক্রিশ্চিয়ানো জুনিয়র বাবার কাচে আই ফোন কিনে দেওয়ার বায়না করেছিল। রোনাল্ডোর কাছে ছেলেকে আই ফোন কিনে দেওয়াটা কার্যত এক সেকেন্ডের কাজ।
7/10

তবে ছেলের সেই আবদার মেটাননি সি আর সেভেন। তিনি চাননি সন্তান মোবাইল ফোনে আসক্ত হয়ে পড়ুন।
8/10

একটি সাক্ষাৎকারে রোনাল্ডো বলেছিলেন, 'ছেলেকে বুঝিয়েছিলাম, প্রযুক্তির ব্যবহার করা ভাল, কিন্তু আসক্তি ভাল নয়।'
9/10

রোনাল্ডো বলেছেন, 'ছেলে বারবার আমাকে বলে, একটা ফোন দেবে? আমি ওকে বলি, ক্রিশ্চিয়ানো, ফোন ব্যবহার করার অনেক সুযোগ ভবিষ্যতে পড়ে রয়েছে।'
10/10

রোনাল্ডো ছেলেকে বলেন, প্রয়োজনে ঠাকুমার ফোন ব্যবহার করতে। রোনাল্ডো বলেছেন, 'এই বয়সে ছেলেকে সবচেয়ে ভাল উপহার যেটা দিতে পারি, তা হল শিক্ষা।' ছবি - রোনাল্ডোর ফেসবুক থেকে নেওয়া
Published at : 31 Aug 2024 06:07 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement























