এক্সপ্লোর
IND vs WI 4th T20I: চোট সারিয়ে মাঠে নামবেন রোহিত, চতুর্থ ম্যাচে কেমন হবে ভারতের সম্ভাব্য একাদশ?
IND vs WI: যাবতীয় জল্পনা সমাপ্ত করে শেষ পর্যন্ত মায়ামিতেই অনুষ্ঠিত হচ্ছে ভারত-ওয়েস্ট ইন্ডিজের শেষ দুই টি-টোয়েন্টি ম্যাচ। কেমন হবে ভারতের প্রথম একাদশ?

এক নজরে ভারতের সম্ভাব্য একাদশ
1/10

গত ম্যাচে মাঝপথেই মাঠ ছাড়লেও রোহিত শর্মাকে নেটে ব্যাটিং করতে দেখা যাচ্ছে, তিনি আজ খেলছেনই তা মোটামুটি ধরেই নেওয়া যায়।
2/10

গত ম্যাচে দুর্ধর্ষ অর্ধশতরান করে ম্যাচ সেরা হওয়ার পর ওপেনার সূর্যকুমার যাদবের খেলা নিয়ে প্রশ্ন তোলার কোনও অবকাশই নেই।
3/10

তৃতীয় টি-টোয়েন্টিতে ২৪ রান করলেও, একেবারেই ছন্দ দেখায়নি শ্রেয়স আইয়ারকে। দলে তাঁর জায়গা পাওয়া নিয়ে প্রশ্ন উঠছে। তবে সম্ভবত আজও তিনি সুযোগ দেওয়া হবে তাঁকে।
4/10

অলরাউন্ডার হার্দিক পাণ্ড্য টি-টোয়েন্টিতে মতান্তরে ভারতীয় টিম শিটে প্রথম নাম। তাঁর ব্যাটিং ও বোলিংয়ের দক্ষতা দলকে ভারসাম্য প্রদান করে।
5/10

ঋযভ পন্থ স্বাভাবিকভাবেই দলের উইকেটকিপার হিসাবে একাদশে থাকবেন।
6/10

ফিনিশার দীনেশ কার্তিকের দলে জায়গা পাওয়া নিয়েও কোনও প্রশ্নচিহ্ন নেই। দীপক হুডার সাম্প্রতিক ফর্ম যা, তাতে তাঁকে দল থেকে বাদ দেওয়ার কোনও মানে হয় না। তাই লোয়ার মিডল অর্ডারে এই দুই তারকার সুযোগ পাওয়া নিশ্চিত।
7/10

রবিচন্দ্রন অশ্বিন এখনও অবধি নিজের টি-টোয়েন্টি কামব্যাকে বেশ ভালই পারফর্ম করেছেন। তাঁর দলে থাকার সম্ভাবনা প্রবল, তবে যুজবেন্দ্র চাহালও সুযোগ পেতে পারেন।
8/10

যশপ্রীত বুমরাহীন দলে ভুবনেশ্বর কুমার দলের বোলিং আক্রমণের নেতা। গত ম্যাচেও দুই উইকেট নিয়েছিলেন তিনি, এই ম্যাচেও দলের বোলিং বিভাগ তাঁর অভিজ্ঞতার দিকে তাকিয়ে থাকবে।
9/10

অর্শদীপ সিংহ প্রতি ম্যাচে আরও বেশি করে নিজেকে প্রমাণ করছেন, তিনি এই ম্যাচে দলে থাকবেনই।
10/10

ভারতীয় দল প্রথম একাদশে এই ম্যাচের জন্য একটিমাত্র বদলই ঘটাতে পারে। খারাপ ফর্মের আবেশ খানের বদলে দলে সম্ভলত হর্ষল পটেল।
Published at : 06 Aug 2022 05:55 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
POWERED BY
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
জেলার
খবর
আইপিএল
Advertisement
ট্রেন্ডিং
