ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজের প্রথম টেস্টের পঞ্চম দিন জিততে গেলে ভারতকে নয়া ইতিহাস গড়তে হবে। ভারতের সামনে জয়ের জন্য ৪২০ রানের লক্ষ্য রেখেছে ইংল্যান্ড। আর এই লক্ষ্যে পৌঁছতে পারলে টেস্ট ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বেশি রান তাড়া করে জয়ের নজির গড়বে বিরাট কোহলির দল। চেন্নাইয়ের পিচ কিন্তু ইতিমধ্যেই স্পিনারদের কিছুটা হলেও সাহায্য করছে। সেইসঙ্গে দেখা যাচ্ছে অসমান বাউন্সও। এ কথা মাথায় রাখলে জয়ের লক্ষ্যে হাসিল করাটা আদপেই সহজ নয়। কিন্তু মনে রাখতে হবে, এই দলটা অস্ট্রেলিয়াকে তাদের ঘরের মাঠে হারিয়ে ২-১ সিরিজ জিতে এসেছে। কাজেই ভারতের জয়ের সম্ভাবনা উড়িয়ে দেওয়াটাও ঠিক হবে না। দেখে নেওয়া যাক, টেস্ট ক্রিকেটের ইতিহাসে পাঁচটি সর্বাধিক রান তাড়া করে জয়- (ছবি সৌজন্যে বিসিসিআই ট্যুইটার)
2/6
ওয়েস্ট ইন্ডিজ বনাম অস্ট্রেলিয়া, সেন্ট জনস, ২০০৩- সাত উইকেটে ৪১৮: স্টিভ ওয়ার নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া সিরিজে ৩-০ এগিয়ে ছিল। শেষ টেস্টে ওয়েস্ট ইন্ডিজের সামনে জয়ের লক্ষ্য ছিল ৪১৮ রান। দুরন্ত ৬০ রান করে লক্ষ্যের দৌড়ের কাজটা দারুণভাবে শুরু করেছিলেন ব্রায়ান লারা। পরে রামনরেশ সারওয়ান ও শিবনারায়ণ চন্দ্রপাল দুজনেই শতরান করেন। তাঁদের ইনিংস দলকে জয়ের দোরগড়ায় পৌঁছে দেয়। টেস্টের পঞ্চম দিনে ওমারি ব্যাঙ্কস ও ভাসবার্ট ড্রেক জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেন। সাত উইকেটে ৪১৮ রান করে ম্যাচ জেতে ওয়েস্ট ইন্ডিজ। টেস্ট ক্রিকেটের ইতিহাসে এটাই সর্বাধিক রান তাড়া করে জয়ের রেকর্ড।
3/6
দক্ষিণ আফ্রিকা বনাম অস্ট্রেলিয়া পার্থ, ২০০৮- ৪ উইকেটে ৪১৪: ওয়াকায় সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে হারিয়েছিল দক্ষিণ আফ্রিকা। এবি ডিভিলিয়ার্সের দুরন্ত ইনিংস দক্ষিণ আফ্রিকাকে ৪ উইকেটে ৪১৪ রান তুলতে সাহায্য করেছিল। অধিনায়ক গ্রেম স্মিথের ব্যাট থেকে এসেছিল সেঞ্চুরি। হাসিম আমলা ও জ্যাক কালিসের হাফসেঞ্চুরি সফরকারী দলের জয়ের আশা জাগায়। এরপর এবি ডিভিলিয়ার্সের অপরাজিত ১০৬ রানের ইনিংসে ভর করে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা। দলের জয়ের জন্য তখনও ২৩৫ রানের প্রয়োজন ছিল। এই অবস্থায় ক্রিজে এসেছিলেন এবি। জেপি ডুমিনিও ব্যাট হাতে দারুণ সঙ্গত করেছিলেন।
4/6
ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ, পোর্ট অফ স্পেন, ১৯৭৬- ৪ উইকেটে ৪০৬: সুনীল গাওস্কর (১০২) ও গুণ্ডাপ্পা বিশ্বনাথ (১১২)-দুজনেই শতরান করেছিলেন। এক টেস্ট বাকি থাকতে সিরিজে সমতা ফিরিয়েছিল ভারত। পরবর্তী ২৭ বছর এটাই ছিল সর্বাধিক রান তাড়া করে জয়ের নজির। ১০৫ ওভার উইকেটে থেকে ভারত জয় পেয়েছিল।
5/6
অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড, লিডস, ১৯৪৮, ৩ উইকেটে ৪০৪:ক্রিকেটের সর্বকালের সেরা ব্যাটসম্যান হিসেবে যাঁকে গন্য করা হয়, সেই স্যর ডন ব্র্যাডম্যানের অপরাজিত ১৭৩ রানের ইনিংস হেডিংলিতে হাই-স্কোরিং টেস্টে অস্ট্রেলিয়াকে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে ৩-০ জিতিয়ে দিয়েছিল। ব্র্যাডম্যান ও আর্থার মরিস (১৮২)-এর জুটিতে ৩০১ রান যোগ হয়েছিল।
6/6
ওয়েস্ট ইন্ডিজ বনাম বাংলাদেশ, চট্টগ্রাম, ২০২১, সাত উইকেটে ৩৯৫: তালিকায় নয়া সংযোজন অপেক্ষাকৃত দুর্বল ওয়েস্ট ইন্ডিজ। তাদের জয়ের নায়ক হয়ে উঠলেন কাইল মেয়ার্স। টেস্টের শেষদিন বাংলাদেশের বিরুদ্ধে জয় পায় ওয়েস্ট ইন্ডিজ। টেস্টে অভিষেকেই অপরাজিত ২১০ রানের ইনিংস খেলেন। জয়ের রানও আসে তাঁর ব্যাট থেকেই। এনক্রুমাহ বোনার (৮৬) –এর সঙ্গে জুটিতে চতুর্থ উইকেটে ২১৬ রান জয়ের ভিত গড়ে দেয়। একটা সময় ওয়েস্ট ইন্ডিজের রান ছিল ৩ উইকেটে ৫৯। এশিয় পরিবেশে এটাই সর্বাধিক রান তাড়া করে জয়ের রেকর্ড। অভিষেকে ষষ্ঠ ক্রিকেটার হিসেবে দ্বিশতরান করেন মেয়ার্স।