এক্সপ্লোর
Advertisement

KKR 2023: হার্দিকদের নেট বোলার থেকে কেকেআরের ভরসা, হর্ষিতকে নিয়ে মুগ্ধ শাহরুখও
IPL 2023: উমেশ যাদব-শার্দুল ঠাকুরের বোলিং ব্যর্থতা ঢেকে দিচ্ছেন তরুণ পেসার হর্ষিত রানা।

Harshit Rana
1/10

উমেশ যাদব-শার্দুল ঠাকুররা ছন্দে থাকলে গোটা আইপিএল (IPL 2023) হয়তো ডাগ আউটে বসেই কাটাতে হতো তাঁকে।
2/10

তবে উমেশ ও শার্দুলের বল হাতে সেভাবে প্রভাব বিস্তার করতে না পারা তাঁর কাছে শাপে বর হয়ে দাঁড়ায়। কেকেআরের প্রথম একাদশের দরজা খুলে যায় হর্ষিত রানার সামনে।
3/10

দিল্লির পেসার ৩ ম্যাচ খেলে তুলে নিয়েছেন ৪ উইকেট। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে বল হাতে গতির আগুন ছুটিয়েছিলেন। নিয়েছিলেন ২ উইকেট।
4/10

তিনিই এখন নাইটদের পেস ব্যাটারির প্রধান মুখ। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচের আগে আত্মবিশ্বাসে টগবগ করছেন হর্ষিত।
5/10

বৃহস্পতিবার ইডেনে প্রতিপক্ষ সঞ্জু স্যামসনরা। তার আগের দিন এবিপি লাইভকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে দিল্লির ডানহাতি পেসার বলেছেন, ঠিকই করে নিয়েছিলাম প্রথম একাদশে সুযোগ পেলে পাওয়ার প্লে-তে উইকেট তুলতে হবে।
6/10

কেকেআরের কাছে এখন সব ম্যাচই মরণ-বাঁচন। এই প্রাণান্তকর চাপের সামনে কি কেঁপে যাওয়ার ভয় হয়? হর্ষিত বলছেন, ‘প্রথম একাদশে যখন সুযোগ পেয়েছিলাম, ৬ ম্যাচে ৬টিই জেতার মতো পরিস্থিতি ছিল। আমি ঠিকই করে রেখেছিলাম, নিজের সেরাটা দেব। সব প্লেয়ার যদি নিজের সেরাটা দেয়, তাহলে ম্যাচ জেতা অনেক সহজ হয়ে যায়। আমার পরিকল্পনা ছিল দলের হয়ে বোলিংয়ের শুরুটা ভাল করতে হবে।’
7/10

বৈভব অরোরার সঙ্গে হর্ষিত রানার বোলিং জুটি নাইট শিবিরের ভরসা হয়ে উঠেছে। হর্ষিত বলছেন, 'বৈভবের সঙ্গে আমার দারুণ বোঝাপড়া। দুজনের দক্ষতা আলাদা। ওর অস্ত্র স্যুইং। আমার গতি। আমি যে কোনও পিচ থেকে বাউন্স আদায় করে নিতে পারি। ওর বল সহজাতভাবেই স্যুইং করে।'
8/10

একটা সময় গুজরাত টাইটান্সের নেট বোলার ছিলেন। নেটে হার্দিক পাণ্ড্য, ঋদ্ধিমান সাহাদের বোলিং করতেন।
9/10

দিল্লির ক্রিকেটারের নাম প্রথম কেকেআর শিবিরে প্রস্তাব করেন নীতীশ রানা। যিনি নিজে দিল্লির ক্রিকেটার।
10/10

সুযোগ পেয়ে তাঁর দক্ষতায় আস্থা রাখা টিম ম্যানেজমেন্টের মুখরক্ষা করেছেন হর্ষিত। ডানহাতি বোলারকে দেখে উচ্ছ্বসিত কেকেআর মালিক শাহরুখ খানও। - পিটিআই, কেকেআর
Published at : 11 May 2023 03:11 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement
ট্রেন্ডিং
