এক্সপ্লোর
MS Dhoni: প্রতিপক্ষের ডেরায় গিয়ে সংবর্ধিত হচ্ছেন ধোনি! বাঁধভাঙা উচ্ছ্বাস নিজামের শহরে
SRH vs CSK: চেন্নাই ম্যাচ হারলেও ধোনিকে ঘিরে উন্মাদনা।
ধোনিকে সংবর্ধনা। - এক্স
1/10

তিনি যে ম্যাচে মাঠে থাকবেন, প্রচারের যাবতীয় আলো থাকবে তাঁর দিকেই। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পরেও তিনিই যেন ভারতীয় ক্রিকেটের সবচেয়ে বড় ইউএসপি।
2/10

শুক্রবারও যাঁর অন্যথা হল না। সানরাইজার্স হায়দরাবাদ বনাম চেন্নাই সুপার কিংস ম্যাচে তাঁর জন্য জয়োল্লাস।
3/10

তিনি, কিংবদন্তি মহেন্দ্র সিংহ ধোনি। ভারতকে জোড়া বিশ্বকাপ জেতানো অধিনায়ক।
4/10

শুক্রবার ম্যাচ দেখতে হাজির ছিলেন ধোনির স্ত্রী সাক্ষী ও কন্যা জীভাও।
5/10

শুক্রবার চেন্নাই সুপার কিংসের অ্যাওয়ে ম্যাচ ছিল। সানরাইজার্স হায়দরাবাদের ডেরায় ম্য়াচ ছিল সিএসকে-র।
6/10

বিপক্ষের ডেরায় সংবর্ধিত হলেন মাহি। হায়দরাবাদ ক্রিকেট সংস্থা থেকে ম্যাচের আগেই বরণ করে নেওয়া হল ধোনিকে।
7/10

ফুলের স্তবক, দামী শাল তুলে দেওয়া হল ধোনির হাতে।
8/10

ম্যাচে অবশ্য হেরে গিয়েছে ধোনির দল সিএসকে।
9/10

সিএসকে-কে ৬ উইকেটে হারিয়ে দিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ।
10/10

তবু ধোনি বন্দনায় মেতে রইল নিজামের শহর। - পিটিআই ও এক্স
Published at : 06 Apr 2024 07:00 AM (IST)
View More
Advertisement
Advertisement






















