এক্সপ্লোর
IPL Auction 2023: জাতীয় দলের হয়ে অভিষেক না ঘটলেও, নিলামে কোটিপতি হলেন এই তারকারা
IPL Auction: এ বারের আইপিএল নিলামে মোট ৫১জন ভারতীয়কে ১০টি ফ্রাঞ্চাইজি নিজেদের দলে নেয়। এদের মধ্যে ৪১জনই এখনও পর্যন্ত জাতীয় দলের হয়ে খেলেননি।

নিলামে সর্বাধিক দর পেয়েছেন জাতীয় দলের হয়ে অভিষেক না ঘটানো এই তারকারা
1/10

জাতীয় দলের হয়ে এখনও অভিষেক না ঘটলেও আইপিএলে কিন্তু শিবম মাভির চাহিদা বরাবরই তুঙ্গে।
2/10

গত মরসুমে কেকেআর তাঁকে চড়া দামে দলে নিয়েছিল। এবারের আনক্যাপড খেলোয়াড়দের মধ্যে মাভিই সর্বাধিক ৬ কোটি টাকায় বিক্রি হন। তাঁকে গুজরাত টাইটান্স দলে নেয়।
3/10

সদ্যই ভারতীয় দলে ডাক পেলেও এখনও দেশের জার্সি গায়ে মাঠে নামেননি বাংলার মুকেশ কুমার। তবে আইপিএলে প্রথমবার কোনও ফ্রাঞ্চাইজি তাঁকে দলে নিল।
4/10

গত মরসুমে দিল্লি ক্যাপিটালসের নেট বোলার ছিলেন মুকেশ। আসন্ন মরসুমে রাজধানীর ফ্রাঞ্চাইজির হয়েই খেলবেন তিনি। তাঁকে ৫.৫০ কোটি টাকায় দলে নিয়েছে দিল্লি।
5/10

জম্মু-কাশ্মীরের ২৩ বছর বয়সি ওপেনিং ব্যাটিং ভিভ্রান্ত শর্মাও বিরাট দামে বিক্রি হয়েছেন। তাঁর ন্যূনতম দর ২০ লক্ষ হলেও, তাঁকে ২.৬ কোটি টাকায় ঘরে তোলে সানরাইজার্স হাদরাবাদ।
6/10

এ বারের বিজয় হাজারেতে জম্মু-কাশ্মীরের সেমিফাইনালে পৌঁছনোর পিছনে ভিভ্রান্তের বড় ভূমিকা ছিল। ৫৬-র অধিক গড়ে রান করেন তিনি।
7/10

বছর চারেক আগে নিজের একমাত্র আইপিএল মরসুমে পঞ্জাব কিংসের হয়ে খেলেছিলেন ময়ঙ্ক ডাগর। এ বছর তিনিও কোটি টাকার বেশি দর পেয়েছেন।
8/10

বীরেন্দ্র সহবাগের ভাইপোকে ১.৮ কোটি টাকায় দলে নেয় সানরাইজার্স।
9/10

গত মরসুমে দিল্লি ক্যাপিটালস কেএস ভরতকে দলে নিলেও, তেমন ম্যাচ খেলার সুযোগই পাননি তিনি।
10/10

ভারতের হয়ে অতীতে কিপিং করলেও এখনও জাতীয় দলে অভিষেক ঘটেনি তাঁর। তবে ভরতকে ১.২ কোটি টাকায় গুজরাত টাইটান্স নিজেদের দলে নেয়।
Published at : 24 Dec 2022 11:31 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
বিনোদনের
খবর
জেলার
আইপিএল
Advertisement
ট্রেন্ডিং
